জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজের হাতে অভিষেকের কেরিয়ার শেষ করেছিলেন প্রসেনজিৎ অথচ অভিষেক সংযুক্তার বিয়েতে বরকর্তা ছিলেন বুম্বাদা! সামনে এলো না দেখা ছবি

সম্প্রতি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। নায়ক এর শেষ বিদায় তার সহকর্মীরা রীতিমতো কেঁদে ভাসান সেই চিত্র আমরা দেখেছি বারবার। মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিষেক। অনেকেই বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছেন তাঁদের মনের। ইন্ডাস্ট্রির মিঠুকে কেউ এখনো ভুলতে পারেনি। মৃত্যুর আগের দিন অবধি স্ত্রীর সঙ্গে শুটিং ফ্লোরে ছিলেন নায়ক। তাই অভিষেকের স্ত্রী সংযুক্তার কাছে এই যন্ত্রণা যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা যায় না।

তাঁর মৃত্যুর পর এবার সামনে এলো নায়কের ব্যক্তিগত জীবনের কিছু ছবি। সেই ছবিতে নায়কের সঙ্গে রয়েছেন ইন্ডাস্ট্রির বুম্বাদা। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে একসময় স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন অভিষেক নিজে। নায়কের বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এতোটাই ঘনিষ্ঠ ছিল দু’জনের সম্পর্ক।

সেই ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর আর বধুর বেশে রয়েছেন অভিষেক এবং সংযুক্তা। অভিষেকের পাশে রয়েছেন প্রসেনজিৎ। সকলেই ক্যামেরার জন্য পোজ দিয়েছেন।

SINDOor 1648616549998

 

আরো বেশ কিছু ছবিতে অভিষেক এবং সংযুক্তার বিয়ের মুহূর্তগুলি ফুটে উঠেছে ক্যামেরায়। কোথাও নায়ক সিঁদুর পরাচ্ছেন নিজের স্ত্রীকে, আবার কোথাও মালা বদলের দৃশ্য। নায়কের বিয়েতে ইন্ডাস্ট্রির বহু তারকা সামিল ছিলেন।

এমনকি যে ছবিতে অভিষেক সিঁদুর পরিয়ে দিচ্ছেন নিজের স্ত্রীকে সেখানেই সংযুক্তার পাশে রয়েছেন প্রসেনজিতের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। লাল সাদা পাঞ্জাবিতে রয়েছেন নতুন বর আর সাবেকি বাঙালি বধূর বেশে রয়েছেন সংযুক্তা। এছাড়াও দুজনের এই শুভ মুহূর্তের সাক্ষী ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি,লাবণ্য

Untitled 1648616617671

Ao 1648616593877

Piya Chanda

                 

You cannot copy content of this page