জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার কোনো তারকা নয়, শ্রী ভল্লির সঙ্গে নেচে ভাইরাল হলো এক গরিলা!

একসময় সোশ্যাল মিডিয়া দাপিয়েছে পুষ্পা সিনেমা। এই সিনেমার প্রতিটি গান হিট হয়েছে। তার মধ্যে অন্যতম একটি গান হলো শ্রীভল্লি। এমন কোনো তারকা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নেই যিনি এই গানের উপর রিল বা ভিডিও বানাননি।

এবার সেই দলে শামিল হল একটি গরিলা। বিষয়টি পড়ে অবাক লাগলেও এটাই সত্যি ঘটেছে। আর তাই এখন ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেশ ছেড়ে বিদেশে পৌঁছে গিয়েছে গরিলার এই নাচ। নাচের স্টেপ এখন ভাইরাল। যে দেখছে সেই ভিডিও সেই অবাক হচ্ছে যে একটি প্রাণী এমন নাচ কীভাবে নাচতে পারে। আসলে এই ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে।

সেই থেকেই সেটা ভাইরাল। গরিলা নিজের মনে নাচ করছে এই গানে। হুকস্টেপ করে বাজিমাত করে দিয়েছে ওই প্রাণীটি। এখন সবাই ওর নাচ দেখছে আর হাসছে। এই শ্রী ভল্লি জ্বর সত্যি মানুষের থেকে ছড়িয়ে পড়লো প্রাণীদের মধ্যেও।

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Sanu (@dinesh_adhi)

পুষ্পা সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তার গানগুলি মাতিয়ে তোলে মানুষকে। যারা সিনেমা দেখেনি তারাও বলে দিতে পারে এই গানগুলি কোন সিনেমার। আর তারকারাও তাতে নেচেছে মন ভরে। মানুষ যদি পারে তাহলে প্রাণীরাও পিছিয়ে নেই, সেটাই প্রমাণ দিলো এই গরিলা।

Piya Chanda

                 

You cannot copy content of this page