জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার বোল্ড লুকে সোহিনী সরকার! ব্লাউজ ছাড়া খোলা পিঠে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়

ছোটপর্দা হোক কি বড়পর্দা, সব জায়গায় নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। শুধু তাই নয় বোল্ড চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এবার নায়িকা সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি শেয়ার করলেন যাতে উষ্ণতার পারদ তুঙ্গে এই মুহূর্তে।

ছবিতে সোহিনীর পরনে লাল পাড় সাদা শাড়ি। নেই কোনো ব্লাউজ। অনাবৃত তাঁর পিঠ। সোহিনীর কানে রয়েছে মানানসই সোনালি ঝুমকো। পাশাপাশি খোলা চুল। মুখ একপাশে ঘুরিয়ে শাড়ির আঁচলের খুঁট দাঁতে চেপে ধরে রয়েছেন নায়িকা। ঠিক যেন এক গ্রাম্য বধূ। অভিনেত্রী ছবিটির শ্যুটিং অনুরাগীরা পছন্দ করেছে তাই নয় কমেন্টে আসছে বহু তারকাদের কাছ থেকে।

অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, আগুন পাখি। ইমন চক্রবর্তী আগুনের ইমোজি দিয়েছেন। গায়িকা সাহানা বাজপেয়ী আবার একটু পাল্টে লিখেছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের একটি লাইন ‘ওরে ভাই আগুন লেগেছে বনে বনে’।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ মন্দরে অভিনয় করেছেন সোহিনী। সেখানে তিনি ছিলেন এক গ্রামের মেয়ে। তার আগে ব্যোমকেশ সিনেমায় সত্যবতীর চরিত্রে নায়িকার অভিনয় মন জিতে নিয়েছে অনুরাগীদের। ‘বিশুপাল বধ’ অবলম্বনে ফিল্ম তৈরি হচ্ছে। সেখানেও দেখা যাবে সোহিনী সরকারকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page