জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শাখা-পলা, সিঁদুর না পরায় কটাক্ষের শিকার হন দর্শনা!পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি! পরিস্থিতি সামলাতে শাশুড়ির জবাবই ঢাল হয়ে উঠেছিল, অকপট অভিনেত্রী!

বিয়ে মানেই একগুচ্ছ রীতি-রেওয়াজ, আর বাঙালি বিয়েতে (Bengali Marriage) তো শাখা-পলা আর সিঁদুর যেন এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আজকের কর্মব্যস্ত যুগে, বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে এইসব নিয়ম মানা সবসময় সম্ভব হয়ে ওঠে না। পর্দার চরিত্র অনুযায়ী লুক বদলাতে হয় প্রায় প্রতিদিনই, আর এই বাস্তবতাই বাধা হয়ে দাঁড়ায় ঐতিহ্য মেনে শাখা-পলা (Shakha-Pola) পরার অভ্যাসে। আর তাতেই অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। যেমনটা হয়েছিল ‘দর্শনা বণিক’ (Darshana Banik) এর সঙ্গেও, যার স্মৃতি আজও গেঁথে আছে অভিনেত্রীর মনে।

২০২৩ সালের ১৫ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক ‘সৌরভ দাস’ (Saurav Das) কে বিয়ে করেন দর্শনা বণিক। দেখতে দেখতে কেটে গেছে দেড় বছর, কিন্তু তাঁদের ভালোবাসায় বিন্দুমাত্র খামতি নেই। অভিনেত্রী জানিয়েছিলেন, সম্পর্কটিকে শুরু থেকেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তাঁরা। ২০২২ সালের দিক থেকে ঘনিষ্ঠতা বাড়ে, আর লিভ-ইন নয়, বরং বিয়ের দিকেই এগিয়ে যান তাঁরা। সংসার শুরু করে দেখতেই চেয়েছিলেন যে সত্যিকারের সম্পর্ক কীভাবে গড়ে ওঠে।

সম্প্রতি এক পডকাস্ট শোতে অতিথি হয়ে এসে সেই পুরনো অভিজ্ঞতার কথা শোনালেন দর্শনা। তিনি জানান, বিয়ের কিছুদিন পরেই এক ক্রিসমাস পার্টিতে গিয়েছিলেন তিনি, যেখানে তাঁর পরনে ছিল একটি লাল রঙের ওয়েস্টার্ন পোশাক। সাজের সঙ্গে মিলিয়ে শাখা-পলা বা সিঁদুর কিছুই ছিল না। আর এতেই শুরু হয় চর্চা ও ট্রোলিং। অনেকে বলতে শুরু করেন, “নতুন বউ হয়ে এতটা ওয়েস্টার্ন?” কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তোলেন, “যদি এতই রীতিনীতি মানা হয় বিয়েতে, তাহলে এখন কেন এই উদাসীনতা?”

তবে সেই কঠিন সময়ে দর্শনার পাশে ছিলেন তাঁর শাশুড়ি মা। সামাজিক চাপের মুখে দাঁড়িয়ে যেভাবে তিনি পুত্রবধূর পক্ষ নিয়েছিলেন, সেটা আজও কৃতজ্ঞতার সঙ্গে মনে করেন দর্শনা। অভিনেত্রী জানান, “আমার শাশুড়ি নিজেই একসময় চাকরি করতেন। তিনিও তাঁর বিয়ের কয়েক মাস পর শাখা-পলা খুলে রেখেছিলেন। তখনও তাঁকে শুনতে হয়েছিল নানা কথা। তাই তিনি নিজেই আমাকে বলেছিলেন, ‘এই সময়েও যদি তোকে এসব শুনতে হয়, তাহলে তো কিছুই পাল্টায়নি।’ এরপর তিনি নিজে লোকজনকে কড়া জবাব দেন।”

উল্লেখ্য, ২০২৩ সালে এই সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই নানান ট্রোলিংয়ের শিকার হন তাঁরা। অনেকেই প্রশ্ন তোলেন সৌরভ-দর্শনার জুটি নিয়ে, এমনকি বিয়ের সিদ্ধান্ত নিয়েও ওঠে কটাক্ষ। এক কথায়, তাদের বিয়েতে খুশি হয়নি অনুরাগীদের একাংশ। কিন্তু আজ, একে অপরকে আগলে রেখে তাঁরা প্রমাণ করেছেন যে সমালোচনা তুচ্ছ, যদি সম্পর্কে থাকে শ্রদ্ধা আর ভালোবাসা। সমাজের রীতি নয়, মানুষের মনটাই শেষ কথা বলে, আবারও তা দেখিয়ে দিলেন এই টলিপাড়ার জুটি।

Piya Chanda

                 

You cannot copy content of this page