জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রাজনীতিতে না থেকেও এই দায় এড়ানো যায় না, আমি আর ‘দাদাগিরি’তে নেই”— অনুব্রতের সঙ্গে সৌরভের মঞ্চ ভাগে ফুঁসে উঠলেন দেবদূত ঘোষ! ‘দাদাগিরি’ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বয়কটের ডাক!

রাজ্য রাজনীতির আলো-আঁধারিতে বারবারই দেখা মেলে ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly) -এর উপস্থিতির। যদিও প্রাক্তন ক্রিকেটার নিজেকে সরাসরি রাজনীতির বাইরে রেখেছেন বরাবর, তবু সময়ে সময়ে তিনি হয়ে উঠেছেন নানা রাজনৈতিক দলের প্রিয় মুখ। সম্প্রতি বীরভূমে এক ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে সৌরভের একত্রে মঞ্চ ভাগ করা নিয়ে ফের শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ, সেই মঞ্চেই ছিলেন শাসক দলের বিতর্কিত নেতা ‘অনুব্রত মণ্ডল’ (Anubrata Mondal) । ভাইরাল অডিও ক্লিপ, রাজনৈতিক কেলেঙ্কারি সহ বিভিন্ন বিতর্কে নাম জড়ানো অনুব্রতের সঙ্গে সৌরভের একসাথে মঞ্চে থাকা অনেকের কাছেই যথেষ্ট অস্বস্তিকর।

এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা তথা রাজনীতিক ‘দেবদূত ঘোষ’ (Debdut Ghosh) । তিনি সরাসরিই জানিয়ে দিলেন, আর কোনও দিন সৌরভ সঞ্চালিত জনপ্রিয় শো ‘দাদাগিরি’তে অংশ নেবেন না। তাঁর কথায়, “সৌরভের মতো ব্যক্তিত্বের কাছ থেকে একটু আলাদা কিছু প্রত্যাশা করাই স্বাভাবিক। তিনি যেহেতু সরাসরি রাজনীতি করেন না, তাই তাঁর মঞ্চ ভাগ করাও হওয়া উচিত আরও সচেতনভাবে।” দেবদূতের মতে, মঞ্চ ভাগ করার স্বাধীনতা যেমন সৌরভের আছে, তেমনই একজন নাগরিক এবং শিল্পী হিসেবে সেটিকে গ্রহণ না করার অধিকারও তাঁর আছে।

দেবদূতের মন্তব্যে স্পষ্ট, সৌরভের এই সিদ্ধান্তে তিনি হতাশ। যদিও আগের সিজনে অত্যন্ত উৎসাহ নিয়ে ‘দাদাগিরি’তে অংশ নিয়েছিলেন তিনি, এবার নিজের অবস্থান নিয়ে তিনি আপসহীন। তাঁর কথায়, “সবার সঙ্গে মঞ্চ ভাগ করলেই কি মানুষের শ্রদ্ধা বেড়ে যায়? নাকি নির্দিষ্ট কিছু সীমারেখা থাকা দরকার?” এই প্রশ্নই এখন ঘুরছে সমাজ মাধ্যমেও। সৌরভকে নিয়ে গড়ে ওঠা আবেগ, তাঁর স্পোর্টসম্যান ইমেজ, সবকিছুই যেন খানিক নড়বড়ে হয়ে পড়েছে এমন এক বিতর্কিত ব্যক্তিত্বের সঙ্গে এক মঞ্চে উঠে।

প্রসঙ্গত, এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ— তিনি এক পুলিশ আধিকারিকের সঙ্গে উত্তপ্ত কথোপকথন এবং তার স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকিতে জড়িত, যেটি রেকর্ড হয়ে ভাইরাল হয়েছে। প্রথমে অডিও ক্লিপটি অস্বীকার করলেও, পরে তিনি নিজের কণ্ঠস্বর স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন দলের কাছে। এমন একজন রাজনৈতিক নেতার পাশে সৌরভের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা ভুল নয় বলেই মত অনেকের। আর এই জায়গা থেকেই দেবদূতের মতো মানুষ প্রতিবাদে মুখর হয়েছেন।

সৌরভ যদিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, তিনি গিয়েছিলেন একটি জেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রণে। অনুব্রত সেখানে জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আর তিনিও তাই। সৌরভের দাবি, “আমি রাজনীতিক প্রতিনিধি নই, শুধু একজন ক্রীড়াবিদ ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে অনেকের সঙ্গে মঞ্চ ভাগ করি, ভবিষ্যতেও করব।” তিনি আরও জানান, মানুষ প্রায়শই তাঁকে রাজনৈতিক রঙে রাঙিয়ে ফেলেন, অথচ তাঁর উদ্দেশ্য কখনও তা নয়। তবে এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে, তা সময়ই বলবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page