কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। যদিও এটি একটি খুব টক্সিক মানসিকতা কারণ মহিলাদের থেকে আশা করা হয় যে তারা সর্বগুণ সম্পন্ন হবেন সব সময়। তবুও এই প্রবাদ বাক্যটি মাঝে মাঝে কিছু তারকা একদম সত্যি করে দেন। এইবার যেমন করলেন উত্তম কুমারের বড় নাত বউ দেবলীনা কুমার। যাকে আমরা বাঙালি সাজে খুব কম দেখি এবং যিনি নিউইয়র্কেই নিজের ঘরবাড়ি মনে করে থাকেন।
View this post on Instagram
এর আগে বহুবার আমরা দেখেছি যে তিনি যখন নিউইয়র্ক চান সেখানে মাই ফেভারিট সিটি কথাটা বারবার লেখেন। আরেকবার তো তিনি লিখেই ফেলেছিলেন যে কেন তার জন্মটা সেখানে হলো না। সেই নিয়ে তিনি অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন তবে গতকাল যেটা হলো তার থেকে এটাই প্রমাণিত হলো যে বাইরে তিনি যতই বিদেশী আদব কায়দা করে দেখান কিন্তু ভেতর থেকে তিনি পুরোপুরি বাঙালি।
গতকাল রাতে চট্টোপাধ্যায় বাড়িতে এসেছে মা লক্ষ্মী। পাঁচজন সধবা মিলে মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলেছেন এবং তার মধ্যে ছিলেন দেবলীনা কুমার স্বয়ং। এছাড়া ত্বরিতা চ্যাটার্জিকেও আমরা দেখতে পেয়েছি। এরপরই রয়েছে আসল চমক। আমরা দেখতে পেলাম যে লাল রঙের শাড়ি পরে শাঁখা পলা পরে মা লক্ষ্মী সেজে ঠাকুরের জন্য নিজের হাতে পায়েস বানাচ্ছেন দেবলীনা। তিনি যে মাঝে মাঝে রান্না করেন সেটা আমরা দেখতে পাই কিন্তু এবারে তাকে একদম অন্যভাবেই দেখা গেল।
তাকে এইরূপে দেখে বেজায় অবাক হয়েছেন সকলে। এমনিতেও ধারাবাহিকের রাইমা চরিত্রে তাকে ওয়েস্টার্ন পোশাকে ভিলেনরূপেই দেখা যায়। বাস্তবেও তাইই হয় কিন্তু এবারে একদম অন্যরকম লাগছে তাকে।এছাড়াও তার নাচের স্কুলে যে মা লক্ষ্মী প্রতিমা আনা হয়েছে সেখানে আবার তিনি মা লক্ষ্মীকে বরণ করেছেন কিন্তু পরনে ছিল জিন্স টপ। সেই নিয়ে একটু বিতর্ক হয়েছে তবে সবকিছুকে ভুলিয়ে দিয়েছে তার এই চ্যাটার্জি বাড়ির নাত বউ সেজে মা লক্ষ্মী বরণ কে।