টলিউডের (Tollywood) অন্যতম সফল অভিনেতা দেব, যিনি তার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মুখ খুলেছেন। তার সাম্প্রতিক এবং আসন্ন প্রকল্পগুলো নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেবের প্রতিটি মন্তব্যই টলিউডে আলোড়ন সৃষ্টি করে, আর এবারও তার ব্যতিক্রম নয়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন সিনেমা এবং মন্তব্যের বিস্তারিত জানার জন্য।
রুক্মিণী মৈত্রর আসন্ন সিনেমা ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ এবং দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ ঘিরে নানা আলোচনা চলছে। এই সিনেমাগুলি নিয়ে দেবের প্রতিক্রিয়া এবং তার মন্তব্য ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। বিশেষ করে, ‘বিনোদিনী’র ট্রেলার মুক্তির পর থেকে এই সিনেমার বিষয়বস্তু নিয়ে টলিউডে শুরু হয়েছে নানা চর্চা।
অবশেষে দেব তার সাম্প্রতিক সিনেমা ‘খাদান’ এবং আসন্ন ‘বিনোদিনী’ নিয়ে মুখ খুলেছেন। ‘খাদান’ সিনেমা মুক্তির পর থেকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে দেব বলেন, “আমি ছোটবেলা থেকেই নানা কটাক্ষের শিকার হয়েছি। তবে ট্রোলের জবাব আমি কাজ দিয়ে দিই। আমি কখনও কাউকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করিনি।” একইসঙ্গে, ‘বিনোদিনী’ সিনেমার ট্রেলার লঞ্চে দেব রুক্মিণী মৈত্রের প্রশংসা করে বলেন, “আমি রুক্মিণীকে হিংসে করি, কারণ সে খুব অল্প সময়ে ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করছে।”
দেব তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “শোনা যাচ্ছে, আমার অনুরাগীরা নাকি কটাক্ষ করছেন। প্রথমেই বলি, দেব এই বিষয়টিকে একেবারেই সমর্থন করে না। কাউকে কটাক্ষ করার ঘোর বিরোধী আমি।” তিনি ভক্তদের অনুরোধ করেছেন, তারা যেন কোনও ধরনের বিতর্কে না জড়িয়ে কাজের মাধ্যমে তার পাশে থাকেন। তার মতে, সত্যের পক্ষে থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং তিনি তার কাজের মাধ্যমে সেই বার্তা দিতে চান।
আরও পড়ুনঃ চরম অশান্তিতে গিয়ে পৌঁছাবে রাই-অনির্বাণের সম্পর্ক! স্রোত কে ছেড়ে বিদেশ পাড়ি দেবে সার্থক! মিঠিঝোরায় আসছে জোড়া চমক
দেবের প্রযোজনায় তৈরি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমাটি ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এবং রুক্মিণী মৈত্রের অভিনয় প্রশংসিত হয়েছে। দেব তার কাজের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করতে চান এবং ভবিষ্যতেও নতুন প্রকল্প নিয়ে আসবেন বলে জানিয়েছেন। তার মন্তব্য ও সিনেমাগুলি নিয়ে ভক্তরা আশাবাদী এবং দেবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।