দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী (Dev-Shubhasree), আর তা নিয়েই উচ্ছ্বসিত টলিউড মহল। ‘ধূমকেতু’ (Dhumketu) ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষে নজরুল মঞ্চে হাজির হয়েছিলেন বাংলা সিনেমার এই দুই তারকা। অনুষ্ঠানের গ্ল্যামার যেমন চোখে পড়েছে, তেমনই জমে উঠেছে আলোচনা— ব্যক্তিগত সম্পর্ক পেরিয়ে দেব-শুভশ্রীর ফের একসঙ্গে কাজ করা নিয়ে। তবে এই প্রত্যাবর্তনের আড়ালে ছিল এক গুরুত্বপূর্ণ অনুপস্থিতি— পরিচালক ও শুভশ্রীর স্বামী ‘রাজ চক্রবর্তী’র (Raj Chakraborty)। কেন ছিলেন না তিনি? সেই প্রশ্নের জবাব দিলেন রাজ নিজেই।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ বলেন, এই প্রজেক্টের সঙ্গে সরাসরি যুক্ত নন তিনি, তাই অনুষ্ঠানে না যাওয়াটাই স্বাভাবিক। তার উপর তাঁর বহু কাজ, মিটিং— সবকিছু একসঙ্গে সামলানো মুশকিল। তবে স্ত্রী হিসেবে শুভশ্রীর পাশে সবসময় রয়েছেন তিনি। রাজের কথায়, “আমি ওর সব কাজেই পাশে থাকি, ও আমার ‘মাই জান’। আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়, সেটা পেশাগত হোক বা ব্যক্তিগত।” একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যেই তাঁদের সম্পর্কের দৃঢ়তা বলে মনে করেন তিনি।
দেব-শুভশ্রীর দীর্ঘ বিরতির পর স্ক্রিনে ফিরতে চলেছে যে রসায়ন, তা যেন রাজ-শুভশ্রীর আন্তরিক পরিকল্পনার ফল। রাজ জানান, “আমরা কোনও সিদ্ধান্তের আগে, সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। আমাদের লক্ষ্য ছিল, অনেক দিন পর দুই সুপারস্টারকে একসঙ্গে ফিরিয়ে আনা। সেটা যেন দর্শকের মনে থেকে যায়।” স্বামী হিসেবে রাজের সমর্থন যতটা আন্তরিক, পরিচালক হিসেবে তিনি নাকি ততটাই পেশাদার— তাই নিজেকে এই ছবির প্রেক্ষাপটে ‘তৃতীয় পক্ষ’ বলে অভিহিত করেছেন।
পুরনো সম্পর্কের প্রসঙ্গ উঠতেই স্পষ্ট বার্তা দেন রাজ। তাঁর কথায়, “প্রাক্তন তো অনেকেরই থাকে। অতীত নিয়ে কথা বলার মধ্যে কোনও অপরাধ নেই, বরং অনেক স্মৃতি জড়িয়ে থাকে। সেটাকে সম্মান করি, ঈর্ষা নয়।” দেব-শুভশ্রীর একসঙ্গে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি নিয়ে তিনি যেমন খুশি, তেমনই তৃপ্তি খুঁজে পেয়েছেন শুভশ্রীর হাসিতে। বাড়ি ফিরে স্ত্রী কী বললেন জানতে চাওয়ায় রাজ বলেন, “ও খুব খুশি ছিল। বারবার বলছিল, সব দারুণ হয়েছে।”
আরও পড়ুনঃ ‘এই বয়সে আপনার মা-ই কিছু শেখাতে পারেননি’— বিধায়ক কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে কটাক্ষ, প্রকাশ্যে ফেটে পড়লেন শ্রীময়ী!
রাজের কথায় উঠে এল দেবের প্রতি শ্রদ্ধা ও এক ধরনের আত্মীয়তা। তাঁর মতে, “দেব আমার মতো, আবার আমিও অনেকটা দেবের মতো। আমরা দু’জনেই ছোট শহর থেকে এসেছি, লড়াই করে জায়গা করেছি। পরিশ্রমের প্রতি শ্রদ্ধা, ভালো কাজের প্রশংসা— দুজনেরই আছে। শুভশ্রী দেবের প্রাক্তন ঠিকই, কিন্তু আমার স্ত্রী আর এটাই বড় সত্যি এখন!” দেব-শুভশ্রীর নতুন ইনিংস শুরু নিয়ে রাজ যেমন গর্বিত, তেমনই ভবিষ্যতের দিকেও তাকিয়ে আশাবাদী এই পরিচালক-প্রযোজক।