জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার মঞ্চে খোলা গলায় ‘সুরেলা গান’ গাইলেন তারকা সাংসদ দেব! ভাইরাল তার সেই ভিডিও, কাঁদবেন নাকি হাসবেন নিজেই দেখে ঠিক করুন

টলিউডের তারকারা শুধুমাত্র অভিনয় থেকেই উপার্জন করেন না। বিভিন্ন রকম ইভেন্ট, যাত্রাপালা ইত্যাদি থেকে প্রচুর উপার্জন তারা করেন। যেসব তারকারা নাচ অথবা গান জানেন তারা তো মঞ্চে উঠে তাদের প্রতিভা দেখিয়ে মাত করে দেন।কিন্তু যারা নাচ ও গান কিছুই জানেন না তারা যখন মঞ্চে উঠে খালি গলায় গান শুরু করেন তখন কান পাতা দায় হয়ে যায়।

তাদের গান করার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হয়। গতকাল যেমন ট্রোলিং হয়েছিল কোয়েল মল্লিকের গান করা নিয়ে তেমন আজকে ভাইরাল হলো দেবের গান করার ভিডিও নিয়ে। পরান যায় জ্বলিয়া রে সিনেমা থেকে আমি তোমারই থাকবো গানটি তিনি খোলা মঞ্চে গাইলেন আর তার গান শুনে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো ট্রোলিং।

যদিও ভিডিও দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো ভিডিও তবে ট্রোলিং থামেনি সোশ্যাল মিডিয়ায়। দেবকে নিয়ে এর আগেও প্রচুর সমালোচনা হয়েছে। তিনি অভিনয় করতে পারেন না, ঠিকমতো বাংলা বলতে পারেন না।এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কিন্তু তারপরেও তিনি এখনও সুপারস্টার হিসেবে টিকে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page