জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“দেব ভাইয়ের বিয়েতে আমি সবকিছু ছেড়েছুড়ে দিয়ে চলে আসব, ২০২৬ এই বিয়েটা..” এবার নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন মেগাস্টার দেব? তেমন কী ইঙ্গিত দিলেন গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়?

২০২২ সালের পর যখন করোনার প্রভাব কিছুটা কমে গেছে, টলিউডে এক নতুন রেশ এনে দিয়েছিল দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। সিনেমাটি প্রেক্ষাগৃহের প্রায় প্রতিটি আসন ভর্তি করে দিয়েছিল, বিশেষ করে এমন একটা সময়ে যখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। এই ছবি শুধু জনপ্রিয়ই হয়নি বরং কাহিনী এবং চরিত্রগুলো ছিল একেবারে সময়োপযোগী, যা দর্শকদের মনে দাগ কেটেছিল। এই ছবির সিক্যুয়েল ‘প্রজাপতি ২’ (Prajapati 2) মুক্তি পেতে চলেছে আসন্ন বড়দিনে, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

এদিকে, ‘প্রজাপতি ২’-এর জন্য আবারও একসঙ্গে কাজ করছেন দেব এবং জিৎ গাঙ্গুলী (Jeet Ganguly)। পেশাগত সীমানার বাইরে, এই দুই তারকার সম্পর্কটা এখন ব্যক্তিগত স্তরেও পৌঁছে গিয়েছে। একে অপরের এবং পরবর্তী প্রজন্মের সিনেমা তৈরির দায়িত্ব নিয়ে কাজ করতে গিয়ে অনেক সাফল্যের মুহূর্তও রয়েছে দুজনের। জিৎ গাঙ্গুলী নিজেও মেনে নিয়েছেন, তাঁর জনপ্রিয়তায় দেবের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবও এটা মানেন যে, জিৎ গাঙ্গুলীর কন্ঠে তাঁর ছবির প্রায় সব গানই আজও সমান জনপ্রিয়।

সম্প্রতি, ‘প্রজাপতি ২’ ছবির গানে আবারও দেবের জন্য গাইলেন জিৎ। ছবি নিয়ে সবার উন্মাদনার মাঝে, জিৎ দেবের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, “দেব তো আমার ভাই, তাই বিয়ে নিয়ে আমি চিন্তায় আছি। ২০২৬ এই বিয়েটা হোক আমি চাই। ভাইয়ের বিয়ে হলে, আমি সবকিছু ছেড়েছুড়ে দিয়ে চলে আসব। সেই সময় কোনও কাজ রাখবো না হাতে, আমি তখন ভাইয়ের পাশেই থাকতে চাই। একজন দাদা যেমন ভাইয়ের বিয়েতে থাকে, এমন দায়িত্ব নিতে চাই।

আমি বিশেষ করে খাবার দিকটা সামনে নেব, পেটুক মানুষ তো!” জিৎ এর কথায় স্পষ্ট যে, তাঁর দেবের প্রতি গভীর ভালোবাসা এবং সঙ্গী হিসেবে সম্পর্কের দিক থেকে কতটা বিশেষ। তবে দেবের এই বিষয়ে নিজের ভাবনা সম্পূর্ণ আলাদা। মেগাসটারের কথায়, “আমি যদি বিয়ে করি তাহলে কোন অনুষ্ঠান করবো না। কোনও লোক দেখানো বা আরম্ভ থাকবে না, ছিমছম ভাবে কাছের মানুষদের নিয়ে করবো। জিৎ দা অবশ্যই যাবে, তবে খাবারটা আমরা নিজেরাই বানিয়ে নেব আর ওটা সামলাতে হবে না।”

দেবের মন্তব্যে ছিল একদম সোজাসাপ্টা ভাবনা, যেখানে সামাজিক রীতিনীতি বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থেকে দূরে থাকার কথাই প্রধান উদ্দেশ্য। যদিও দেব এবং রুক্মিণী মৈত্র একে অপরের সাথে ১৩ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের রয়েছেন, তবুও দেবের বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই। অন্যান্য তারকারা যখন নিজেদের বিয়ে নিয়ে ভাবছেন, তখন দেবের বিয়ে না হওয়া নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। দেব যদিও এই বিষয়ে জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে তিনি নিজের এবং রুক্মিণীর পেশাগত সাফল্যতেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page