জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রথমে ভালো মানুষ হও!’—সহ অভিনেতার নাম না নিয়ে জিতুর জন্য ‘ফর্মাল’ আরোগ্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটা’ক্ষের শি’কার দিতিপ্রিয়া রায়!

অভিনেতা জিতু কমল বুধবার শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আচমকা বুকে ব্যথা ও জ্বর আসায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যান অনুরাগীরা। সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। তবে তাঁর সেই পোস্ট ঘিরেই এবার তুমুল বিতর্ক ছড়াল নেটপাড়ায়।

দিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমার সহ অভিনেতা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো।” কিন্তু সেখানে কোথাও জিতুর নাম উল্লেখ করেননি তিনি। আর সেটিই খোঁচা দিল নেটিজেনদের। অনেকে মনে করছেন, দিতিপ্রিয়া ইচ্ছে করেই নাম না নিয়ে “ফর্মাল” পোস্ট করেছেন। ফলস্বরূপ, তাঁর শুভেচ্ছা বার্তাই হয়ে উঠেছে কটাক্ষের কারণ।

নেটিজেনদের একাংশ লিখেছেন, “যার জন্য প্রার্থনা করলে তাঁর নামটা লিখতে এত অসুবিধা কী?” কেউ আবার বলেছেন, “এতদিনে পোস্ট করলেন? মনে হচ্ছে অনুমতি নিয়ে লিখেছেন!” অনেকে তাঁকে “ফর্মাল”, “মন থেকে শুভেচ্ছা দিতে না পারা” অভিনেত্রী বলেও আখ্যা দিয়েছেন। এমনকি কেউ কেউ তীব্র কটাক্ষ করে লিখেছেন, “প্রথমে ভালো মনের মানুষ হও, তাহলেই মানুষ তোমাকে ভালোবাসবে।”

দিতিপ্রিয়া ও জিতুর সম্পর্ক আগেও ছিল বিতর্কে। কিছুদিন আগে অভিনেত্রী অভিযোগ করেছিলেন, জিতু নাকি তাঁকে অশালীন মেসেজ পাঠিয়েছিলেন। পরে জিতু পাল্টা প্রমাণ দেখিয়ে সেই দাবি অস্বীকার করেন। যদিও পরে দু’জনেই জানান, ভুল বোঝাবুঝি মিটে গেছে। কিন্তু এবার জিতুর অসুস্থতার পর দিতিপ্রিয়ার পোস্ট ফের সেই পুরনো বিতর্ককেই উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।

দর্শকদের প্রিয় জুটি হিসেবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যায় জিতু ও দিতিপ্রিয়াকে। পর্দার আর্য-অপর্ণা বাস্তব জীবনে আবারও মনকষাকষির কারণে আলোচনার কেন্দ্রে। নেটিজেনদের একাংশ অবশ্য বলছেন, “যে যেমন-ই হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিতুর সুস্থতা।” অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অসংখ্য অনুরাগী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।