জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুজো দিতে সপরিবারে কালীঘাট মন্দিরে ‘পূজারিণী’ কোয়েল মল্লিক! পুত্রের সঙ্গে কন্যাও কি ছিল সঙ্গে?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koyel Mallick) , বলতে গেলে এক অধ্যায়ের নামও বটে। যিনি তার মিষ্টি হাসি ও অভিনয় দক্ষতার জন্য পরিচিত। তিনি বিখ্যাত অভিনেতা ‘রঞ্জিত মল্লিকে’র (Ranjit Mallick) কন্যা। ২০০৩ সালে ‘নাটের গুরু’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়, যেখানে তিনি ‘জিতে’র বিপরীতে অভিনয় করেন। এরপর ‘শুভ দৃষ্টি’, ‘মন মানে না’, ‘পাগলু’, ‘অরুন্ধতী’ এবং ‘মিতিন মাসি’ সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে কোয়েল ২০১৩ সালে প্রযোজক ‘নিসপাল সিং রানের’ সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান, পুত্র ‘কবীর’, জন্মগ্রহণ করে ২০২০ সালের ৫ মে। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর তাদের কন্যা সন্তানের জন্ম হয়, যা নিয়ে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে মেয়ের বয়স আড়াই মাস কিন্তু নাম বা চেহারা কোনটি অভিনেত্রী এখনো প্রকাশ্যে আনেননি। কবীরের বেলায় অবশ্য এত অপেক্ষা করাননি অনুরাগীদের।

image 21

নাতনির আগমনে রঞ্জিত মল্লিক উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘আমার একটা খেলার সাথী বাড়ল। ফুটফুটে দেখতে হয়েছে একেবারে। ‘সম্প্রতি, কোয়েল মল্লিক তার স্বামী নিসপাল সিং রানে, পিতা রঞ্জিত মল্লিক, মাতা দীপা মল্লিক এবং শ্বশুরকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।সকালবেলায় মন্দিরে তাদের উপস্থিতি দেখতে ভক্তদের ভিড় জমে যায়। কোয়েল সেদিন চুড়িদার পরিহিত ছিলেন, এবং পরিবারের সদস্যদের কপালে তিলক ও হাতে পুজোর ডালা দেখা যায়।

যদিও কোয়েল ও নিসপাল তাদের দুই সন্তানকে নিয়ে মন্দিরে যাননি, তবে তাদের উপস্থিতি মন্দির প্রাঙ্গণে উত্সুক জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। পুজো শেষে রঞ্জিত মল্লিকের গলায় দেবীর রক্তজবার মালা দেখা যায়।কোয়েল মল্লিকের এই পারিবারিক মন্দির দর্শন তাদের পারিবারিক বন্ধনের দৃঢ়তা ও ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন। ভক্তরা তাদের প্রিয় অভিনেত্রীকে পরিবারের সঙ্গে দেখে আনন্দিত হন, যা সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। তবে কি এবার পর্দায় শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী?

Piya Chanda