জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের নায়ক চরিত্রে ফিরছেন অর্ণব ব্যানার্জি! সহ নায়ক এবং নায়িকা চরিত্রে রয়েছে বিরাট চমক

টেলিভিশনের প্রাণকেন্দ্র হল সিরিয়াল (Serial)। কিন্তু আবার এই ধারাবাহিকের পথচলা সম্পূর্ণ নির্ভর করে দর্শক এবং টিআরপি’র নাম্বারের ওপর। প্রসঙ্গত আর কিছুদিনের মধ্যেই টেলি জগতে শুরু হতে চলেছে কয়েকটি নতুন ধারাবাহিক।

টিআরপি’র ওঠা-পড়ার নিত্যদিনের খেলায় সকল সিরিয়ালের মেয়াদ নির্ভর করলেও যে কোন‌ও নতুন গল্পের আসর খুব জমাটিভাবেই শুরু হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে জানা যাচ্ছে স্টার জলসায় আবারও শুরু হতে চলেছে নতুন সিরিয়াল।

image 23

নতুন সিরিয়াল মানেই অনেকের কাছে নতুন মুখের আগমন আবার অনেকে চায় প্রিয় নায়ক-নায়িকাকে নতুন রূপে ফিরে পেতে। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনায় ক্রেজি আইডিয়াজ মিডিয়ার পক্ষ থেকে আসছে নতুন ধারাবাহিক। প্রাথমিকভাবে সিরিয়ালের নাম ‘বুলেট সরোজিনী’ রাখলেও এই নামটি এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

টলি পাড়ার খবর, আসন্ন ধারাবাহিক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে। এই গল্পে দুই নায়কের ভূমিকায় দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বীর শর্মাকে। অপরপ্রান্তে নায়িকা হিসেবে দেখা যাবে দিয়া বসুকে।

বলাই বাহুল্য, শেষবারের মতো অর্ণবকে দেখা গেছিল ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে। অভিষেক কে দেখা গেছিল কালারস্ বাংলার ‘সোহাগ চাঁদ’-এ এবং দিয়াকে দেখা গেছিল ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়ালে। ইতিমধ্যেই নাকি সিরিয়ালের প্রমো শুট হয়ে গিয়েছে। কার্যত, ত্রিকোণ প্রেমের গল্প দর্শকেরা এর আগে দেখলেও নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধবে দিয়া সেটা দেখার জন্যই বসে অনেক আগ্রহী দর্শকরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page