সবেমাত্র কিছুদিন হলেও শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)। এর মধ্যেই এই বছরের বিজয়ী দেয়াশিনী রায়ের শুরু হতে চলেছে নতুন করে পথ চলা। এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যেতে পারে দেয়াশিনীর এই জয় তাঁর জীবনটাকে অনেকটাই বদলে দিয়েছে।
জি বাংলার মঞ্চে ট্রফি জিতেই ফেসবুক ভিডিওতে নতুন ঘোষণা করে বসলেন গায়িকা। কিন্তু, কী বললেন তিনি ভিডিওতে? ভিডিওর মাধ্যমে তিনি জানান, এখনও তিনি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত নন। এমন কি কোন শো বা কনসার্টের জন্য তাঁকে বুক করতে হলে নির্দিষ্ট নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

ভিডিওতে গায়িকা বললেন, “হ্যালো সবাইকে। নমস্কার। আমি দেয়াশিনী রায়। এটা একটি ইনফরমেশন ভিডিয়ো। আমি কোনও ইভেন্ট বা কারও সঙ্গে যুক্ত নই। আমার সঙ্গে যে কোনও শো বা অন্যান্য প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে”।
আরও পড়ুনঃ পুজো দিতে সপরিবারে কালীঘাট মন্দিরে ‘পূজারিণী’ কোয়েল মল্লিক! পুত্রের সঙ্গে কন্যাও কি ছিল সঙ্গে?
প্রসঙ্গত, এই বছরের সারেগামাপা নিয়ে এখনো অবধি অনেক দর্শকদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। অনেক দর্শকদের মতে, দেয়াশিনীর বদলে আরও অনেকে ছিল যাঁরা বিজেতার ট্রফির যোগ্য ছিল। তবে, এই বিষয়ে দেয়াশিনী কোনো মন্তব্যই করেননি। গায়িকার এই নতুন পথ চলা নিয়ে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।