জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবার শোকের ছায়া টলিউডে! ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় টেলি অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়ের প্রয়াণে বাকরুদ্ধ টলিউড

দু’বছর আগে প্রতিভাবান অভিনেতার রহস্য মৃত্যু দেখেছিল গোটা দেশ। আজ আবার আরেক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেতার মৃত্যু সংবাদ শুনল বাংলা। প্রয়াত বাংলা ছবির ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা।

শোনা যাচ্ছে গত ১৬ মে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হন শুভময় চট্টোপাধ্যায়। একাধিক বাংলা ছবি সিরিয়াল নাটকে কাজ করেছেন শুভময়। তবে খাদ্যনালীতে ক্যানসার হওয়ার পর ১৪ জুন সকাল সাড়ে আটটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারী হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভময় চট্টোপাধ্যায়।

তিনি শুধুই অভিনেতা ছিলেন এমনটা নয় তিনি একাধারে গায়ক ও সংলাপ লেখকও বটে। ‘চোলাই’ ছবির সংলাপ তাঁরই লেখা। এছাড়াও শুভাষিস মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের সঙ্গে ‘মহালয়া’ ছবিতে দেখা গিয়েছিল শুভময় চট্টোপাধ্যায়কে। এছাড়াও ‘চোলাই’ ছবিটিতে সংলাপের জন্য ফিল্মফেয়ার পুরস্কারর পান অভিনেতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

Piya Chanda

                 

You cannot copy content of this page