জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে কৃষভির মুখ সামনে আনছেন কাঞ্চন-শ্রীময়ী! কাঞ্চন কন্যার মুখে ভাত হচ্ছে কবে, কোথায় জানেন?

অভিনয় ও রাজনীতির নিয়ে ব্যস্ত দিনযাপনের মাঝেও, ব্যক্তিগত জীবনে ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) ও ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj) এর কাছে তাঁদের একমাত্র কন্যা কৃষভি- (Krishvi) ই এখন সবকিছু। গত বছরের ২ নভেম্বর তাঁদের ঘর আলো করে জন্ম নেয় ছোট্ট রাজকন্যা কৃষভি। এখন তার বয়স ছয় মাস। জন্মের পর থেকেই মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি। ভক্তদের উত্তেজনাও নেহাত কম নয় কৃষভিকে দেখার, তাই এবার কাঞ্চন-শ্রীময়ী সিদ্ধান্ত নিয়েছেন, মেয়েকে প্রথমবারের মতো সকলের সামনে আনবেন এক বিশেষ মুহূর্তে।

সামনেই কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির অন্নপ্রাশন, তবে কৃষভির মুখেভাত কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠা হচ্ছেনা বলেই জানা গেছে। বরং একান্ত পারিবারিক পরিসরে এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে। কাঞ্চন জানিয়েছেন, তাঁদের বাড়িতে ভগবান গোপালকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট আচার পালিত হয়, যার ফলে মুখেভাত অনুষ্ঠানটি তেমন ঘটা করে করা হয় না। তাই এবার কৃষভির মুখে ‘প্রসাদ’ পড়বে ইসকন গিয়ে। এই প্রসাদ দেওয়ার দিনই কাঞ্চন ঘোষণা করেছেন, সকলকে দেখাবেন তাঁদের আদরের মেয়েকে।

তবে শুধু কৃষভি নয়, নতুন ভূমিকার অভিজ্ঞতা শেয়ার করতে দ্বিধা করেননি মা শ্রীময়ীও। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এখন তিনি আবার কাজে ফিরেছেন। টেলিভিশনের পর্দায় তিনি এখন স্টার জলসার ‘বুলেট সরোজিনী’ তে নতুন রূপে হাজির হলেও, বাস্তব জীবনে কৃষভির মা হয়ে ওঠার অনুভূতি একেবারেই আলাদা। তিনি জানান, কৃষভি রাতে তার দিদার কাছেই ঘুমোয় কিন্তু তাঁদের মা ও মেয়ের এই সম্পর্কের গভীরতা নিয়েও খুশি শ্রীময়ী।

জানালেন, কৃষভি দেখতে বাবার মতো হলেও, স্বভাব পেয়েছে মায়ের মতনই। ঠান্ডা সহ্য করতে পারেন না কৃষভি, আদর করে কোল চায় ঘুম পেলে —সবই যেন শ্রীময়ীরই প্রতিচ্ছবি। এই ছয় মাসে শুধু মা-বাবাই নয়, কৃষভিও তৈরি করেছে তার নিজস্ব ছোট্ট এক জগৎ। সবার আদরে বড় হয়ে ওঠা এই রাজকন্যার সঙ্গে ইতিমধ্যেই সিকিম ও পেলিং ঘুরে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানেও নাতনিকে আগলে রেখেছিলেন শ্রীময়ীর মা, যাতে বাবা-মা নিশ্চিন্তে ঘুরতে পারে।

বর্তমানে কাঞ্চন যেমন ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবির কাজ নিয়ে, তেমনই শ্রীময়ীও ফিরেছেন শ্যুটিং সেটে। তবে যত ব্যস্ততাই থাকুক, কৃষভিকে ঘিরে আবর্তিত হচ্ছে তাঁদের প্রতিদিনের জীবন। পারিবারিক বন্ধন, ব্যক্তিগত ভালবাসা ও আধুনিক জীবনযাপনের এক মেলবন্ধন যেন এই দম্পতির অভিজ্ঞতা। তবে খুব শীগ্রই অপেক্ষার অবসান হতে চলেছে। মুখেপ্রসাদ পড়ার সঙ্গে সঙ্গেই সকলের সামনে কন্যাকে তুলে ধরবেন কাঞ্চন-শ্রীময়ী।

Piya Chanda

                 

You cannot copy content of this page