জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায় এবং তাঁর মা! হঠাৎ ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা, যা দেখে স্তব্ধ টলিপাড়া!

এক চরম আতঙ্কের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন টলিউডের এক সময়ের পরিচিত মুখ ‘স্বরলিপি চট্টোপাধ্যায়’ (Swaralipi Chatterjee) । গত সোমবার তাঁর ও তাঁর মায়ের উপর আচমকাই ঘটে হা,মলা’র ঘটনা। এমন একটা ঘটনা যে তাঁদের সাথে ঘটবে সেটা আন্দাজই করতে পারেননি তাঁরা। ঘটনার সময় মায়ের সঙ্গে ছিলেন স্বরলিপি নিজেই। পরিস্থিতি যে এতটা ভয়াবহ রূপ নেবে, তা প্রথমে বুঝতে পারেননি অভিনেত্রী।

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি সমস্যাকে ঘিরেই এই বিশৃঙ্খলার সূত্রপাত। জানা গেছে, স্বরলিপির মায়ের নামে থাকা এক জমি বিক্রিকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যা পরবর্তীতে হাতা’হাতিতে গড়ায়। তবে উত্তেজনা বাড়তেই ওই ব্যক্তিরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং স্বরলিপি ও তাঁর মায়ের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। হঠাৎই মা অসুস্থ হয়ে পড়েন মানসিক ধাক্কা না সামলাতে পেরে, তবে সাহস হারাননি স্বরলিপি।

কোনওরকমে পরিস্থিতি সামাল দিয়ে মাকে নিয়ে গাড়ির মধ্যে উঠে দরজা বন্ধ করে নিরাপদে রাখার চেষ্টা করেন। সেই সময় সাহায্যের জন্য তিনি পরিচিত কয়েকজন বন্ধুকে ফোন করেন, এরপর পুলিশের সাথে যোগাযোগ করলেও প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না মেলার অভিযোগও তোলেন অভিনেত্রী। অভিনেত্রী জানান পরিস্থিতি আরও জটিল হতে পারত, যদি না তিনি তৎক্ষণাৎ সক্রিয় হতেন।

পরে সমাজ মাধ্যমে ঘটনার কথা জানাতেই প্রশাসন নড়ে চড়ে বসে এবং কিছুটা স্বস্তি ফিরে আসে তাঁর জীবনে। প্রসঙ্গত ব্যবসার কারণে অভিনয় থেকে দূরে সরে এসেছে স্বরলিপির। তাঁর জীবনে এর আগেও নানা জটিলতা এসেছে, তবে এবারের অভিজ্ঞতা যেন তাকে আরও বেশি নাড়া দিয়ে গেছে। একা হাতে সংসার সামলানো, ব্যবসা চালানো এবং নিজের মেয়েকে মানুষ করার মধ্যে দিয়েই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যে এমন হঠাৎ একটি আ’ক্রম’ণ তাঁকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে তুলেছে। তবে বর্তমানে স্বরলিপি ও তাঁর মা দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। স্বরলিপির কথায়, “জীবনে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু মা’কে নিয়ে এমন বিপদের মুখে পড়ব, ভাবিনি কখনও।” এই ঘটনার পর অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। সমাজ মাধ্যমে স্বরলিপির সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

Piya Chanda