জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বন্ধু বলেছিল, ‘হ’ট পাপিয়া’ তখন অপ্রস্তুত হলেও এখন গর্বে বুক ফুলে ওঠে!” “মা পারফেকশন চায়, সেটাই আমাদের শেখায়!”— অভিনেত্রী পাপিয়া অধিকারী, মেয়েদের চোখে আজও অনুপ্রেরণা! ‘বিবি পায়রা’-র কন্যারা আজ কতটা প্রতিষ্ঠিত জানেন?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ‘পাপিয়া অধিকারী’ (Papiya Adhikari) শুধু অভিনয়েই নয়, তার বাইরেও অনেক ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যাত্রার মঞ্চে তাঁর দাপট বহুদিনের, যেখানে তিনি প্রায়শই প্রধান চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। বহু বছর ধরে অভিনয়ের জগতে থাকলেও, তাঁর যাত্রা খুব একটা সহজ ছিল না। এক সময় চিত্রনাট্যকার গৌরীপ্রসন্ন মজুমদারের কটুক্তির যজ্ঞ জবাব দিয়েছিলেন তিনি– দেবীবরণ ছবিতে ‘বিবি পায়রা’-র চরিত্রে দুর্দান্ত অভিনয় দিয়ে। সেই চরিত্রটিই তাঁকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাংলা ছাড়াও তিনি অভিনয় করেছেন তামিল ও ভোজপুরি ছবিতে, সংখ্যাটা একশোরও বেশি। তাঁর নামের সঙ্গে একসময় ‘হট’ তকমাও জুড়ে দেওয়া হয়েছিল। তবে কেবল পর্দার গ্ল্যামারে আটকে থাকেননি তিনি, সময়ের সঙ্গে রাজনীতির মঞ্চেও জায়গা করে নেন পাপিয়া। ব্যক্তিগত জীবনেও তিনি বেশ নিষ্ঠাবান। একবার উপহারে পাওয়া একটি কালীমূর্তিকে ঘিরে প্রতি বছর তাঁর বাপের বাড়িতে আয়োজন হয় পুজোর। আজও সেই প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন পাপিয়া, আর পাঁচটা ব্যস্ত দিনপঞ্জির মধ্যেও সেই সময়টা তিনি নিজের মতো করে তুলে রাখেন।

যদিও পর্দায় এখন তাঁকে বেশি দেখা যায় না, তবু থিয়েটার এবং যাত্রার জগতে তিনি এখনও ব্যস্ততম নাম। এবার বাপের বাড়ির পুজো উপলক্ষে একসঙ্গে পাওয়া গেল অভিনেত্রীর পুরো পরিবারকে। স্বামী ‘তমাল কান্তি দে’, তার সঙ্গে দুই মেয়েকে নিয়ে জমিয়ে আড্ডা দিলেন পাপিয়া। মেয়েরাও ভাগ করে নিলেন, ‘বিবি পায়রা’র মেয়ে হিসেবে বড় হওয়ার অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, বড় মেয়ের নাম ‘মামিয়া’ আর ছোট মেয়ের নাম ‘মুনিয়া’। যদিও মেয়েরা এখন বেশ বড়, নিজেদের জায়গায় বেশ প্রতিষ্ঠিতও।

বাবা তমাল এখন চার্টার অ্যাকাউন্টেন এবং মা বিখ্যাত অভিনেত্রী, সেই সূত্রে কি দুই বোন এই দুটি পেশাকে নিজেদের করার কথা ভেবেছে কখনও? উত্তরে অভিনেত্রীর বড় মেয়ে জানায়, মা বাবার কাছ থেকে ক্রিয়েটিভিটির গুণ তারা দুই বোন পেয়েছে। বর্তমানে মামিয়া পিএইচডি করে হিন্দি ভাষা নিয়ে গবেষণা করছে এবং বইও লিখছে। অন্যদিকে, মুনিয়া বিকম পাশ করার পর সিনেমার জগতেই পর্দার পেছনে থেকে ক্রিয়েটিভ, গ্রাফিক্স ইত্যাদির কাজ করছে। মুনিয়া অবশ্য ছোট বেলায় মায়ের মতো অভিনেত্রী হতে চেয়েছিল।

থিয়েটার করেছিল, কিন্তু খুব একটা ভালো লাগেনি তার। একটা বয়স পর্যন্ত দুই বোনই নাকি জানত না যে, তাদের মা হলেন সেই বিখ্যাত ‘বিবি পায়রা’! ঠিক এমনটাই বলেছেন অভিনেত্রী। একবার নাকি মুনিয়ার স্কুলের এক বন্ধু তাকে বলেছিল, “তোর মা তো হট পাপিয়া!” সেদিন খুব অপ্রস্তুত হয়ে পড়েছিল সে। বাড়িতে এসে মাকে জানায়, তারপর বড় হতে হতে সে বুঝতে পারে মায়ের জনপ্রিয়তা। আজ তাই মুনিয়া বলে, “আমার এখন গর্বে বুক ফুলে ওঠে, যখন কোথাও ‘বিবি পায়রা’ গানটা শুনতে পাই!”

অন্যদিকে, বাবা মায়ের ভালো-খারাপ অভ্যেস নিয়েই ব্যতিক্রমী উত্তর দিয়েছে দুই মেয়েই! মুনিয়া বলে, “মা-বাবার ভালো গুণ যে, রেগে গেলে খুব একটা কথা বলে না। তখন আমাদের বুঝে নিয়ে হয়, নিজেদের দোষটা কোথায় আর এটাই দরকার!” মামিয়া বলে, “খারাপ গুণ বলব না কিন্তু খুব পারফেকশনিস্ট মা-বাবা। কোনও কিছু কিভাবে করতে হয়, হতে ধরে শিখিয়ে দেয় তাই ওরা অভিভাবকের থেকে আমাদের বন্ধু বেশি!” সবসময় হাসিখুশি থাকা এই অভিনেত্রীর গ্ল্যামার, সম্মান কিংবা জনপ্রিয়তার বাইরেও সংসার আর জীবনের গল্পটা নিজের মতো করে সাজানো।

Piya Chanda