জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দায় কামব্যাক ইধিকার! পুজোর আগে দর্শকদের জন্য কী চমক আনছেন ‘রঞ্জা’?

টলিপাড়ায় এখন অন্যতম চর্চিত নাম ইধিকা পাল। টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এই তরুণী অভিনেত্রী। ছোটপর্দার জনপ্রিয় মুখ থেকে সিনেমার প্রথম সারির নায়িকা হয়ে ওঠার এই রূপকথার মতো সফরে এবার যুক্ত হতে চলেছে নতুন এক পালক। টেলিভিশনের দর্শকদের জন্য ইধিকা নিয়ে আসতে চলেছেন আরও এক নতুন চমক।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’-তে শেষবার দেখা গিয়েছিল ইধিকাকে। সেখানেই তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেই ইধিকা এবার ফের ছোটপর্দায় ফিরছেন বলে জোর গুঞ্জন টলিপাড়ায়। সূত্রের খবর, দুর্গা রূপে তাঁকে দেখা যেতে পারে জি বাংলার বিশেষ দুর্গাপুজোর অনুষ্ঠান বা মেগা-ধারাবাহিকে। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে ইধিকার এই নতুন রূপ ঘিরে।

জি বাংলার দুর্গা রূপ মানেই এক বিশেষ চমক। আগে কোয়েল মল্লিক ও পরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ভূমিকায় মন ছুঁয়েছেন দর্শকদের। ২০২২ সালের পরে ২০২৪-এ ফের শুভশ্রীকে দেখা যায় মা দুর্গার ভূমিকায়। এখন প্রশ্ন, এই তালিকায় ইধিকা কি পারবেন নিজস্ব ছাপ রাখতে? অভিনেত্রীর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।

টেলিভিশনের জনপ্রিয়তা থেকে সরাসরি বড় পর্দায় পা রাখেন ইধিকা। দেবের সঙ্গে তাঁর ‘খাদান’ সিনেমা সুপারহিট হওয়ার পরই ভাগ্য বদলে যায় অভিনেত্রীর। এরপরই বাংলাদেশের সিনেমায় শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাঁকে। আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ে তাঁর অভিনয়। ‘প্রিয়তমা’ ছিল তাঁর বড় পর্দায় প্রথম কাজ, এবং সেটিই বানিয়ে দেয় তাঁকে সকলের প্রিয় মুখ।

২০১৯ সালে ‘আরব্য রজনী’ ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন অভিনয় যাত্রা। এরপর একে একে ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ ও ‘পিলু’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার ‘রঞ্জা’ থেকে বড়পর্দার নায়িকা—ইধিকার এই রূপান্তর আজ টলিউডের অন্যতম আলোচিত বিষয়। এখন দেখার, নতুন এই ছোটপর্দার ভূমিকায় কতটা আলো ছড়াতে পারেন তিনি।

Piya Chanda