জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সংলাপে কটুক্তি থাকলে বলতে ইচ্ছা করে না”, “অনুশোচনায় ভুগি, সবার কাছে ক্ষমা চেয়ে নিই।”— পর্দার দৃঢ় নারী চরিত্র করলেও সংযত মালবিকা! বাস্তব জীবনে একেবারেই আলাদা মানুষ মালবিকা সেন! ব্যক্তিগত জীবন নিয়ে, দিলেন কোন স্বীকারোক্তি?

নৃত্য পরিবেশনা থেকে অভিনয়ে যিনি সমান দক্ষ, তিনি হলেন ‘মালবিকা সেন’ (Malabika Sen)। শুধুই অভিনেত্রী নয়, বরং একজন প্রশিক্ষিত কুচিপুড়ি ও ভরতনাট্যম শিল্পী হিসেবে তাঁর খ্যাতি দেশ-বিদেশে সমানভাবে ছড়িয়ে আছে। মঞ্চে তাঁর অসাধারণ পারফরম্যান্স দর্শকদের বারবার মুগ্ধ করেছে। তাঁর মতে, ‘নাচ মানেই প্রাণ!’ আর সেটাই তাঁকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়। বহু আন্তর্জাতিক ও জাতীয় মঞ্চে সাফল্যের সঙ্গে পারফর্ম করে বহু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

বাংলার ছোটপর্দাতেও মালবিকা সেনের উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য। ‘তুমি রবে নীরবে’, ‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘গুড্ডি’, ‘খড়কুটো’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। বর্তমানে তাঁকে স্টার জলসায় ‘চিরসখা’ ধারাবাহিকেও দেখা যাচ্ছে। তিনি সবসময় এমন চরিত্রে অভিনয় করেন, যাদের মধ্যে থাকে শক্তি, দৃঢ়তা ও স্পষ্টবাদিতা। এই সব চরিত্রে তাঁর অভিনয় এতটাই বাস্তবসম্মত হয় যে অনেকেই মনে করেন তিনি বাস্তব জীবনেও তেমনই হবেন।

তবে পর্দার সেই দৃঢ়চরিত্র মালবিকার সঙ্গে বাস্তবের মানুষটা একেবারেই আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালবিকা সেন নিজেই জানিয়েছেন, তিনি বাস্তবে অত্যন্ত শান্ত, লাজুক এবং সংযত প্রকৃতির। কোনও সংলাপে যদি কারও প্রতি তীব্র বা কটাক্ষপূর্ণ কথা থাকে, তাহলে সেটা বলতেই তাঁর অসহ্য লাগে। সংলাপ বলার সময় নিজের মধ্যে দ্বন্দ্বে ভোগেন এবং দৃশ্য শেষ হতেই সহ-অভিনেতাদের কাছে ক্ষমা চেয়ে নেন এমন ভাষা ব্যবহারের জন্য।

এই স্পষ্টতা এবং সংবেদনশীলতাই মালবিকাকে অন্যদের থেকে আরও আলাদা করে তোলে। তিনি বলেন, “আমি যতই পর্দায় কঠিন চরিত্র করিনা কেন, বাস্তবে কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। যদি ভুল করে কিছু বলে ফেলি, তার জন্য সারাদিন অনুশোচনায় ভুগি। আমি বারবার না করি, এমন কথা মুখ থেকে বের করতে পারবো না বলে। কিন্তু সহ অভিনেতা-অভিনেত্রীরা একপ্রকার জোড় করেই আমাকে ওই সংলাপগুলো বলায়!”

তিনি এমন একজন শিল্পী, যিনি শুধু পর্দার সীমানায় আটকে থাকেন না, বরং বাস্তব জীবনে পরিণত মানসিকতা দিয়ে নিজের পরিচিতি গড়ে তোলেন। মালবিকার এই ব্যতিক্রমী চিন্তাধারা তাঁকে অনন্য করে তোলে। পর্দায় তিনি যেমন একজন দৃঢ় নারীচরিত্রের প্রতিচ্ছবি, বাস্তবে তিনি এক সংবেদনশীল, বিনয়ী মানুষ। অভিনয় এবং নৃত্যের জগতে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়, আর তাঁর এই মনোভাব তাঁকে শিল্পী হিসেবে আরও উজ্জ্বল করে তোলে।

Piya Chanda

                 

You cannot copy content of this page