মহানায়িকা, যিনি ছিলেন আপামোর বাংলার সিনেমা দর্শকদের স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন। ৮ থেকে ৮০, নবীন থেকে প্রবীণ এমনকি বর্তমান সময়েরও যুবকরাও তাঁর রূপে মুগ্ধ। এই কিংবদন্তি অভিনেত্রীর একমাত্র কন্যা মুনমুন সেন (Munmun Sen)। পেশায় মহানায়িকার কন্যা অভিনেত্রী, কিন্তু যতটা পরিমাণে তাঁর মায়ের ব্যক্তি ঘটেছে টলিউড (Tollywood) কিংবা বলিউডে মুনমুন সেই অর্থে কোনো প্রভাব ফেলতে পারিনি সিনেমা জগতে।
অভিনেত্রী মুনমুনের সবকটি সিনেমার মধ্যে বাংলা সব থেকে উল্লেখযোগ্য সিনেমা ব্যবধান। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে একটি ভিডিওয়ে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি গেছেন এক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে অভিনেত্রী বললেন, ‘এই ফেস্টিভ্যালের কথা আরও প্রচার হলে অনেক মানুষ জানতে পারত, ভালো লাগত।”
সাক্ষাতকারী বড় পর্দায় ফেরা নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা তিনি বলেন, “সেরকম অফার আসেনি। আমার খুব ইচ্ছে আছে কাজ করার, কিন্তু সেই রকম রোল সেই রকম কো-স্টার। সেই রকম কিছু আসেনি।” অভিনেত্রীর কথায়, মনের মতন কোন গল্প পাচ্ছে না বলে তিনি কাজ করতে পারছেন না।
এই ফেস্টিভ্যালের সিনেমা দেখা নিয়ে অভিনেত্রী বলেন, “আগে আমার যেমন কোন রেসপন্সিবিলিটি ছিল না। আজকে আমার পৃথিবীতে অনেকেই আশেপাশে রয়েছে ইমিডিয়েট ফ্যামিলিতে যারা কিনা অসুস্থ। তাই আমার এই মোহনের সিনেমাটা দেখা একটু পেইনফুল ছিল।” কথায় কথায় অভিনেত্রী বললেন, তিনি একটা ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন। অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতেও তিনি বেশ শোকাহত হয়েছিলেন।
আরও পড়ুনঃ দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো আর জি করের নির্যাতিতাকে ভুলে যাননি চৈতি ঘোষাল! সরস্বতী পুজোতেও নারী মুক্তির গল্প বলবেন তিনি
টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নতুন মুখ দেখা গেলেও পুরনোরা সেই অর্থে কাজ করার কোনো সুযোগ পাচ্ছে না। অভিনেত্রী মুনমুন সেই অর্থে কোনো সুযোগ না পেলেও তাঁর বর্তমান প্রজন্ম অর্থাৎ মেয়ে রাইমার টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে যথেষ্ট নামডাক। অভিনেত্রীর সাক্ষাৎকারের মাধ্যমে বোঝা গেল, অভিনয় করার খিদে থাকলেও সুযোগ পাওয়ার অভাবে তা করে ওঠা হয়না। তাই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন ব্যস্ত থাকেন।