জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“যেতাম, কিন্তু ডাকা হয়নি আমাকে!” সুপারস্টার জিতের আক্ষেপ, দেবের ২০ বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে আমন্ত্রণ পাননি তিনি! জিতের মন্তব্যে ফের সামনে এল দুই তারকার অদৃশ্য দূরত্ব! ফের কি জোরালো দেব-জিতের সম্পর্কের টানাপোড়েন?

টলিউড তাঁর দুই দশকের পথচলা উদযাপনের অনুষ্ঠান যতটা জাঁকজমকপূর্ণ ছিল, তার পরের দিন থেকেই ঠিক ততটাই নতুন আলোচনার জন্ম দিয়েছে! হ্যাঁ, কথা হচ্ছে মেগাস্টার দেবকে (Dev) নিয়ে। একদিকে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ আর সঙ্গে মিলিয়ে আয়োজিত সেই বিশেষ সন্ধ্যায় সহকর্মী থেকে পরিবার, অনেক মুখই দেখা গিয়েছিল। দীর্ঘ যাত্রায় দেবের পাশে থাকা বহু নায়িকা, বড় পরিচালকেরা, এমনকি তাঁর পোষ্য পর্যন্ত হাজির ছিলেন। কিন্তু কিছু নামের অনুপস্থিতি যেন আলোচনার কেন্দ্রে এসে পড়ে। তার মধ্যেই সবচেয়ে বেশি উঠে আসে জিৎ (Jeet) -এর প্রসঙ্গ।

টলিপাড়ার দুই তারকার আলাদা ফ্যানবেস থাকলেও, ‘দুই পৃথিবী’র পর, তাঁদের একসঙ্গে স্ক্রিনে দেখার ইচ্ছে এখনও দর্শকদের কমেনি। তাই স্বাভাবিক ভাবেই দেবের এত বড় অনুষ্ঠানে জিৎ থাকবেন, এমনটা ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু মঞ্চে তাঁর দেখা না মিলতেই কৌতূহল শুরু হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই ভক্তরা ভাবতে শুরু করেন, ইচ্ছা থাকা সত্ত্বেও কি তিনি ব্যস্ত ছিলেন, নাকি রয়েছে অন্য কোনও কারণ? শেষ পর্যন্ত সেই উত্তর মিলল জিৎ-এর মুখ থেকেই।

এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, কেন তেমন কোনও পার্টিতে দেখা যায় না তাকে? জিৎ বলেন, “যাই তো! আমায় আমন্ত্রণ করা হলে, আমি সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করি।” এরপর প্রশ্ন করা হয়, তাহলে দেবের এত বড় অনুষ্ঠানে কেন গেলেন না তিনি? মনে কোনও দ্বিধা না রেখে তিনি বলেন, তাঁকে নাকি নিমন্ত্রণই করা হয়নি! তাঁর কথায়, প্রশ্ন না করলে হয়তো বলতেন না, কিন্তু আমন্ত্রণ না পাওয়ার জন্যই তিনি অনুষ্ঠানে যাননি।

জিতের কথায়, “আমার বলতে সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু আমায় ডাকা হয়নি।” সুপারস্টার হিসেবে এই ব্যাখ্যা দেওয়ার ভঙ্গি ছিল অত্যন্ত সংযত। তবু তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিউড মহলে। তবে শুধু জিৎ নন, দেবের সমসাময়িক আরও বেশ কয়েকজন নায়কই সেদিন উপস্থিত ছিলেন না। অথচ নায়িকাদের তালিকা ছিল বেশ লম্বা– কোয়েল, নুসরত, সোহিনী, ইধিকা, আরও অনেকে এসেছিলেন। আবার ‘আই লাভ ইউ’-এর নায়িকা পায়েলও উপস্থিত হতে পারেননি, যদিও তিনি আমন্ত্রণ পেয়েছিলেন বলেই জানান।

এদিকে শুভশ্রীকে না অনুপস্থিতি নিয়েও আবার পুরনো বিতর্কের প্রসঙ্গ ঘিরে ফিসফাস শুরু হয়। সব মিলিয়ে দেবের এই উদযাপন যতটা ছিল স্মৃতিচারণে ভরপুর, ঠিক ততটাই রয়ে গেল কিছু প্রশ্নের জায়গা। বিশেষ করে জিৎ-এর সেই সোজাসাপ্টা মন্তব্যের পর আলোচনার মূল কেন্দ্রবিন্দু একটাই, দুই তারকার মধ্যে ব্যক্তিগত দূরত্ব কি এখনও রয়ে গেছে, নাকি এটাও শুধুই অনুষ্ঠানের ব্যবস্থাপনার ফাঁক? উত্তর যা-ই হোক, দর্শক এখনও একটাই আশা করেন, দু’জনকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page