বহু বছরের বন্ধুত্ব, একসঙ্গে অভিনয়জীবনের শুরু আর অসংখ্য স্মৃতি আজও দুজনকে জুড়ে রেখেছে। দীর্ঘ আট বছর পরে আবার এক ছবিতে দেখা যাচ্ছে জিৎ এবং কাঞ্চন মল্লিককে। স্বাভাবিক ভাবেই এই পুনর্মিলন ঘিরে আবেগ তুঙ্গে। শুটিং সেটে মুখোমুখি হয়ে যেন সময়ের চাকা উল্টে গেল। কাজের ব্যস্ততার মাঝেও ফিরে এল সেই চেনা আড্ডা, পুরনো দিনের গল্প আর সহযাত্রার স্মৃতিচারণা।
জিৎ এবং কাঞ্চনের অভিনয়জীবনের সূচনা হয়েছিল একই ছবির হাত ধরে। বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন দুজনেই সাথী ছবির মাধ্যমে। তারপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দীর্ঘ সময় পর আবার এক ফ্রেমে ধরা দেওয়ার অভিজ্ঞতা যে আলাদা, তা অকপটে স্বীকার করেছেন কাঞ্চন। তাঁর কথায় এত বছর পরে দেখা হলেও বন্ধুত্বের উষ্ণতায় কোনও ফাঁক পড়েনি।
শুটিং সেটে জিতের মেকআপ ভ্যানেই জমে উঠেছিল গল্পের আসর। কাঞ্চন জানালেন, তাঁদের দুজনেরই বাড়ি প্রায় একই এলাকায় হওয়ায় সম্পর্কটা সব সময়েই ছিল ঘনিষ্ঠ। এক সময় কত রাত শুটিং শেষে জিত তাঁকে বাড়ি পৌঁছে দিতেন, সেই সব দিন আজও স্পষ্ট মনে আছে তাঁর। সেটে বসে সেই সব স্মৃতিই যেন চোখের সামনে ভেসে উঠছিল।
এবার তাঁদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল সন্তানদের কথা। জিতের ছেলে আর কাঞ্চনের মেয়ে বয়সে প্রায় কাছাকাছি। দুজনেই সন্তানের ছবি দেখালেন, গল্প করলেন বাবা হিসেবে নিজেদের অনুভূতি নিয়ে। কাঞ্চনের কথায়, সহ অভিনেতা থেকে দুই বাবা হয়ে ওঠার এই যাত্রা তাঁদের বন্ধুত্বকে আরও অন্য রকম মাত্রা দিয়েছে।
আরও পড়ুনঃ ‘মাকে ছাড়তে হবে!’ ফেসবুক লাইভে এসে নিজের অবসাদের কথা বলে আত্মহ’ত্যার চেষ্টা গায়িকা দেবলীনা নন্দীর! কেমন আছেন তিনি?
জিতের আগামী ছবি কেউ বলে সন্ন্যাসী কেউ বলে ডাকাত এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। এর পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। নিকষছায়া টু ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে। কাজের ব্যস্ততার মাঝেও এই পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায় যেন দর্শকের জন্যও বিশেষ উপহার।
