জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মাকে ছাড়তে হবে!’ ফেসবুক লাইভে এসে নিজের অবসাদের কথা বলে আত্মহ’ত্যার চেষ্টা গায়িকা দেবলীনা নন্দীর! কেমন আছেন তিনি?

সোশ্যাল মিডিয়া ও স্টেজ শোর পরিচিত মুখ দেবলীনা নন্দী বরাবরই তাঁর মিষ্টি কণ্ঠ আর হাসিমুখে দর্শকের হৃদয় জয় করেছেন। রিলস গান আর ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাস ছিল তাঁর। গত বছর প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেও অনলাইনে তাঁকে দেখে কখনও বোঝা যায়নি ভিতরে জমছে চাপ। কিন্তু আচমকাই তাঁর আত্মহত্যার চেষ্টা সকলকে স্তব্ধ করে দেয়।

শনিবার গভীর রাতে দেবলীনা কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের জীবনের কঠিন সময়ের কথা বলেন। সেখানে তিনি পেশাগত চাপের কথা বললেও বেশি ভেঙে পড়েন ব্যক্তিগত সমস্যায়। দীর্ঘদিন ধরে চলা মানসিক যন্ত্রণার কথা তিনি খোলাখুলি জানান। লাইভ চলাকালীন তাঁর কণ্ঠে ক্লান্তি আর হতাশা স্পষ্ট হয়ে ওঠে যা অনুরাগীদের উদ্বিগ্ন করে তোলে।

লাইভে দেবলীনা জানান বিয়ের পর থেকেই পারিবারিক টানাপোড়েন বাড়ছিল। বিশেষ করে তাঁর মাকে নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলি তাঁকে ভেঙে দেয়। নাম না করেই শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন সংসার করতে গিয়ে বারবার তাঁকে শুনতে হয়েছে মাকে ছেড়ে দিতে হবে। সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি নিজেকে একা মনে করেছেন।

লাইভে একাধিকবার দেবলীনার মুখে শোনা যায় না থাকলে কী হবে এই ধরনের কথা। ভিডিও শেষ করার আগে তাঁর কণ্ঠে ছিল চরম অসহায়ত্ব। ক্যাপশনেও লেখা ছিল শেষ কথা। কিছু সময় পরই অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর পোস্টে জানা যায় দেবলীনা হাসপাতালে ভর্তি এবং আপাতত বিপদমুক্ত।

হাসপাতালের ছবিতে দেবলীনাকে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। কীভাবে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মী অনুরাগী ও শুভানুধ্যায়ীরা একসুরে কামনা করছেন দেবলীনা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নতুন করে জীবনকে আলোর পথে ফিরিয়ে আনুন।

Piya Chanda

                 

You cannot copy content of this page