কালরাত্রি সিরিজ যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে তার দ্বিতীয় অধ্যায়। প্রথম সিজনের টানটান উত্তেজনা আর একরাশ অমীমাংসিত প্রশ্ন দর্শকের মনে যে কৌতূহল তৈরি করেছিল, তারই ধারাবাহিকতা দেখা গেল কালরাত্রি ২-এর সদ্য প্রকাশিত ট্রেলারে। দুই জানুয়ারি মুক্তি পাওয়া এই ট্রেলার যেন একদিকে পুরনো স্মৃতিকে উসকে দিল, আবার অন্যদিকে আরও গভীর রহস্যের ইঙ্গিত দিয়ে গেল। রুদ্রর খুনের পর যেভাবে গল্প থমকে গিয়েছিল, এবার সেই জায়গা থেকেই রহস্য নতুন করে ডালপালা মেলতে শুরু করবে, এমনটাই স্পষ্ট।
ট্রেলারে চোখে পড়ে, রুদ্রর মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একের পর এক নতুন খুন গল্পকে আরও জটিল করে তুলবে। সবচেয়ে ভয়ের বিষয় হল, প্রায় প্রতিটি খুনের সময় বা ঠিক তার পরেই কোনও না কোনও ভাবে দেবীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে প্রশ্ন উঠছে, তবে কি দেবীই এই সব ঘটনার নেপথ্যে? নাকি কেউ পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানোর ছক কষছে? ট্রেলার এই প্রশ্নের স্পষ্ট উত্তর না দিলেও দর্শকের মনে সন্দেহ আর কৌতূহল দুটোই বাড়িয়ে দিয়েছে।
ট্রেলারের আর এক গুরুত্বপূর্ণ দিক হল খুনের ধরনে পরিবর্তন। আগের মতোই ধারালো অস্ত্র ব্যবহার করা হলেও এবার খোঁপার বদলে দেখা যাবে কম্পাস দিয়ে হৃদয়ে আঘাত করার ভয়ঙ্কর দৃশ্য। অর্থাৎ, খুনের প্যাটার্নে একটি স্পষ্ট মিল থাকলেও তার উপস্থাপনা আরও নিষ্ঠুর এবং প্রতীকী হয়ে উঠছে। এতে বোঝা যায়, খুনি শুধু হত্যা করছে না, বরং কোনও বার্তা দেওয়ার চেষ্টাও করছে, যা দেবীর তদন্তকে আরও কঠিন করে তুলবে।
ট্রেলারের শেষ মুহূর্তে দেবীর মুখে শোনা যায় সে নাকি খুনিকে চিনে ফেলেছে। কিন্তু সেটাই কি শেষ কথা? আদৌ কি সে প্রকৃত অপরাধীকে ধরতে পারবে, নাকি সত্যের কাছাকাছি গিয়ে আরও বড় বিপদের মুখে পড়বে? দর্শকের মনে এই প্রশ্নগুলিই সবচেয়ে বেশি দোলা দিচ্ছে। একই সঙ্গে জল্পনা চলছে, কালরাত্রি ২ কি এই সিরিজের শেষ অধ্যায়, নাকি সামনে আরও সিজনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ১২ ডিসেম্বরেই শেষ হল দাম্পত্য! বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন জয়জিৎ! ছেলের দায়িত্বে অবিচল অভিনেতা
আগামী নয় জানুয়ারি থেকে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কালরাত্রি ২। মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু, যাঁর অভিনয় প্রথম সিজনেই প্রশংসা কুড়িয়েছিল। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, স্বৈরিতি বন্দ্যোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওয়েব মাধ্যমে সমান দক্ষতায় কাজ করে সৌমিতৃষা ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। এবার দেখার, কালরাত্রি ২-এ তিনি দর্শকদের কতটা চমকে দিতে পারেন।