ডিসেম্বর মাসেই চূড়ান্ত হয়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ। টলিপাড়ার অন্দরে দীর্ঘ দিন ধরেই এই নিয়ে গুঞ্জন চলছিল। তবে প্রকাশ্যে কখনওই মুখ খোলেননি তাঁরা। নতুন বছরের শুরুতে সেই জল্পনা ফের মাথাচাড়া দিতেই প্রশ্ন করা হয় জয়জিৎকে। আর তখনই স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ১২ ডিসেম্বর তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। কোনও রাখঢাক না রেখেই অভিনেতা সত্যিটা সামনে আনেন।
জয়জিৎ ও শ্রেয়ার একমাত্র সন্তান যশোজিৎ। ছেলের কথা ভেবেই এত দিন বিচ্ছেদের বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, প্রায় দু বছর ধরেই তাঁরা আলাদা ছিলেন। কিন্তু এই বিচ্ছেদের মধ্যে কোনও রাগ ক্ষোভ বা অভিযোগ নেই। দুজনেই শান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার। জয়জিৎ জানান, তাঁদের ছেলে বড় হয়েছে মূলত তাঁর মা বাবার হাতেই। তাই পরিবারই এই কঠিন সময়েও বড় ভরসা।
ছেলের প্রতি নিজের দায়িত্ব নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন জয়জিৎ। তিনি বলেছেন, যশোজিৎকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবার যেমন প্রতি দায়িত্ব আছে, তেমনই মায়ের প্রতিও সমান কর্তব্য রয়েছে। বিচ্ছেদ হলেও বাবা মা হিসেবে তাঁদের ভূমিকা বদলায়নি। যশোজিৎ এখন কলেজের ছাত্র। এই বয়সে মানসিক চাপ বা অস্থিরতা যেন ওর জীবনে না আসে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেতা।
শ্রেয়ার সঙ্গে সম্পর্কের দিনগুলোকে অস্বীকার করছেন না জয়জিৎ। বরং তিনি অকপটে স্বীকার করেছেন, তাঁরা একসঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। তবে সম্পর্ক যখন ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছিল, তখন সেখান থেকে বেরিয়ে আসাই দুজনের কাছেই সঠিক মনে হয়েছে। এই সিদ্ধান্তকে কোনওভাবেই উদযাপন করার বিষয় বলে মনে করেন না তিনি। তাই কোনও আনুষ্ঠানিক ঘোষণাও করেননি।
আরও পড়ুনঃ দাদার জন্য কান্নাই কাল হল উজির! আবেগের চাপে মুখ ফসকে যে কথা জানার নয়, সেটাই বলে ফেলল! নিজের অজান্তেই ফাঁস করে দিল পরিচয়ের সূত্র! প্রকাশ্যে চলে এল সব সত্যি? ‘জোয়ার ভাঁটা’য় এবার আলাদা হচ্ছে ঋষির-উজির পথ?
বর্তমানে জয়জিতের জীবনের একমাত্র লক্ষ্য ছেলে যশোজিৎকে সঠিকভাবে বড় করা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এখন আর ভাবতে চান না অভিনেতা। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাবা মায়ের বিচ্ছেদের ছায়া যেন কোনও ভাবেই সন্তানের ভবিষ্যতের উপর না পড়ে। দায়িত্ববান অভিভাবক হিসেবে সেই জায়গাতেই নিজের সমস্ত মনোযোগ রাখতে চান জয়জিৎ।
