জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একজন ভুল মানুষকে ভালবাসার যে যন্ত্রণা”— জিতুর পোস্ট ঘিরে ফের চর্চায় জিতু ও নবনীতার সম্পর্ক! প্রাক্তনকে ইঙ্গিত করেই কি পোস্ট জিতুর?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ (Chirodini Tumi Je Amar) আর্য সিংহ রায় চরিত্রে ফিরেছেন অভিনেতা ‘জিতু কমল’ (Jeetu Kamal)। দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক হলেও তাঁর অভিনয় যেন দর্শকের হৃদয়ে আগের মতোই ছাপ ফেলছে। চরিত্রের জটিলতা ও নীরব ভালোবাসা জিতুর অভিনয়ে দারুণভাবে ফুটে উঠছে। কিন্তু ক্যামেরার বাইরে তাঁর জীবন যেন নীরবে গল্প বলছে না।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে বহুদিন আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন জিতু ও নবনীতা দাস। তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে, যদিও কেউই তেমন খোলামেলা মন্তব্য করেননি। তবে মাঝেমধ্যে জিতুর সমাজ মাধ্যমের পাতা যেন এক গভীর ব্যথা প্রকাশ করে। তিনি নিজে না বললেও শব্দগুলোর মধ্যে দিয়ে যেন মনের অভিমান কথা বলে ওঠে।

রবিবার রাতে এমনই এক পোস্ট করে ফের চর্চার কেন্দ্রে এলেন জিতু। তিনি লিখেছেন, একজন ভুল মানুষকে ভালোবাসার যন্ত্রণা সম্পর্কে। যাঁরা সম্পর্কের ভার নিতে পারেন না, কেবল দায়িত্ব ছেড়ে চলে যান। তিনি উল্লেখ করেন, যাঁদের কাছে অন্যের চোখের জলও কেবল দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এই পোস্ট যেন সেই অদৃশ্য যন্ত্রণার নিঃশব্দ চিৎকার, যা কেবল অনুভব করা যায় কিন্তু বোঝানো যায় না।

অভিনেতার কথায়, ভুল মানুষেরা শুধু আসে, রেখে যায় শূন্যতা। এমন কথাগুলো পড়ে অনেকেই ধরে নিয়েছেন, তিনি ‘ভুল মানুষ’ বলতে প্রক্তনকেই বুঝিয়েছেন। প্রশ্ন উঠছে, এই শূন্যতা কি এখনও ভর করে আছে তাঁর মনে? নাকি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে অন্য কেউ? যদিও এই লেখার নিচে ‘সংগৃহীত’ শব্দটি ব্যবহার করে অভিনেতা বোঝাতে চেয়েছেন এটি তাঁর নিজের লেখা নয়।

কিন্তু অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তো আমরা অন্যের কথাতেও নিজেদের গল্প খুঁজে নিই। ঠিক তাই মনে করছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, এ তো প্রাক্তন স্ত্রীর দিকেই সরাসরি ইঙ্গিত! কেউ কেউ আবার এটিকে আবেগঘন বার্তা বলেই উড়িয়ে দিচ্ছেন। তবে একথা নিশ্চিত যে, জিতু কমল এখন পুরো দমে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেও নিজের আবেগের সঙ্গেই লড়ছেন প্রতিদিন।

Piya Chanda

                 

You cannot copy content of this page