জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কুৎসাও আমাকে ভাঙতে পারেনি!’ ‘সবই আমার সততা, পরিশ্রম আর দর্শকদের আশীর্বাদ।’ — টিআরপি তালিকার শীর্ষে ‘চিরদিনই তুমি যে আমার’, প্রথম হতেই গর্জে উঠলেন জীতু কমল!

পুজোর পর থেকেই বদলে গিয়েছে টেলিভিশনের চিত্র। টিআরপি তালিকায় শীর্ষে উঠে এসেছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। অভিনয় ও কাহিনির জোরে দর্শকদের মন জয় করেছে সিরিয়ালটি। এই সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা জীতু কমল, যিনি পর্দায় ‘আর্য’ চরিত্রে অভিনয় করছেন। সিরিয়ালের নায়িকা দিতিপ্রিয়া রায়ও এই অর্জনে সমানভাবে খুশি।

টিআরপি ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক ওয়ালে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জীতু। তিনি লেখেন, “সাফল্য কখনোই আমাকে উত্তেজিত করে না, আবার কুৎসা বা ব্যর্থতাও আমাকে ভাঙতে পারেনি। সাফল্য ও ব্যর্থতা দুটোই অস্থায়ী, কিন্তু চিরস্থায়ী হলো সততা, পরিশ্রম আর দর্শকদের আশীর্বাদ।” পোস্টে তিনি আরও অনুরোধ করেছেন, “নর্থ বেঙ্গলের ভাই-বোন-মা দের পাশে থাকুন। আনন্দে গা ভাসিয়ে দেবেন না, সাহায্য চালিয়ে যান।”

এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই জীতুর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। তাঁর কথায় স্পষ্ট—সমালোচনা নয়, দর্শকের ভালোবাসাই তাঁর শক্তি। অভিনেতার মতে, ধারাবাহিকের এই সাফল্য পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল।

তবে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, কিছুদিন আগেই জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে এক বিতর্কের ঝড় উঠেছিল। হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে নানা অভিযোগের মুখে পড়েছিলেন অভিনেতা। তখন ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার জল্পনাও উঠেছিল। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে সিরিয়ালটি এখন টিআরপি তালিকার শীর্ষে।

অন্যদিকে, সদ্য অস্ত্রোপচার করিয়ে হাসপাতাল থেকে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন দিতিপ্রিয়া। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই কাজে ফিরবেন। আর এই সাফল্যে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এখন টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ‘আর্য-অপর্ণা’ জুটি এবং তাঁদের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জয়যাত্রা।

Piya Chanda