অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বর্তমানে হাসপাতালে ভর্তি। বুধবার তাঁর নাকে অস্ত্রোপচার হয়েছে। কিছুদিন ধরেই নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছিল অভিনেত্রীর, তাই চিকিৎসকের পরামর্শে সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর দিতিপ্রিয়া নিজেই খবরটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে অপারেশনের পরই এসেছে আরও এক সুখবর! তাঁর অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ প্রথমবারের মতো টিআরপি তালিকায় শীর্ষে উঠেছে। হাসপাতালে শুয়েই এই আনন্দ সংবাদ পান অভিনেত্রী। তাই আনন্দে ভরে ওঠে তাঁর মন।
দিতিপ্রিয়া নিজের ছবি শেয়ার করে লেখেন, “অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে, তারপর আবার সেটে ফিরব। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আরও একটা সুখবর—আমাদের সিরিয়াল টিআরপি তালিকায় প্রথম স্থানে এসেছে! দর্শকদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হত না।”
অভিনেত্রীর মা জানান, “অনেকদিন ধরেই দিতির নাকের হাড়ে সমস্যা হচ্ছিল। দু’বছর আগেই অপারেশনের কথা ছিল, কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে হয়নি। মাঝে মাঝেই নাক দিয়ে রক্ত পড়ত, তাই এবার দ্রুত অস্ত্রোপচার করানো হয়।”
আরও পড়ুনঃ দেবের পর এবার উত্তরবঙ্গের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র! উত্তরবঙ্গে বন্যায় ত্রাণ পাঠালেন প্রসেনজিৎ! উদ্যোগে কৃতজ্ঞ বন্যার্তরা
দিতিপ্রিয়া জানিয়েছেন, এখন তিনি ভালো আছেন এবং খুব শিগগিরই কাজে ফিরতে চান। তাঁর সুস্থতা ও সিরিয়ালের সাফল্যে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।