উত্তরবঙ্গে এখনও প্রকৃতির ক্ষতচিহ্ন স্পষ্ট। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। কোথাও ভেঙে গেছে ঘর, কোথাও বা এখনো বিদ্যুৎহীন অন্ধকারে দিন কাটছে সাধারণ মানুষের। নদীর ধারবর্তী অঞ্চলগুলোতে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অভিনেতা আগেই জানিয়েছিলেন, উত্তরবঙ্গের মানুষদের পাশে থাকবেন তিনি। কথা রেখেই বুধবার কোচবিহারের বন্যা দুর্গত এলাকায় তাঁর ফ্যানক্লাবের উদ্যোগে ত্রাণ পাঠানো হয়। চাল, ডাল, আলু, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভর্তি ট্রাক পৌঁছে যায় দুর্গত অঞ্চলে। যদিও প্রসেনজিৎ নিজে উপস্থিত থাকতে পারেননি, তবে তাঁর উদ্যোগে ফ্যানক্লাব সদস্যরাই ত্রাণ বিতরণে এগিয়ে আসেন। সেই মুহূর্তগুলোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বন্যার্তরা কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের প্রিয় নায়ককে। অনেকেই বলছেন, “প্রসেনজিৎ শুধু অভিনেতা নন, তিনি মানবিকতার প্রতীক।” টলিউডের এই ‘জ্যেষ্ঠপুত্র’-এর উদ্যোগে আবেগে ভেসে গিয়েছেন বহু মানুষ।
অন্যদিকে অভিনেতা দেব-ও উত্তরবঙ্গের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘাটাল থেকে এক ট্রাক ভরা ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। টলিউডের অন্যান্য তারকারাও সামাজিক মাধ্যমে সংহতির বার্তা জানিয়েছেন।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় এবার পরশুরাম নয়, পরিণীতা নয় — বাজিমাত করলো ‘চিরদিনই তুমি যে আমার’! ফুলকি-জগদ্ধাত্রী কতটা পিছিয়ে পড়ল? টিআরপি দৌড়ে পরশুরাম কি তলানিতে গিয়ে ঠেকেছে?
প্রসঙ্গত, গত শনিবার রাতের প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত হয়ে পড়ে। দার্জিলিংয়ে ধস, বহু মানুষের মৃত্যু, যোগাযোগ বিচ্ছিন্ন—সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় কার্নিভালে অংশ নেওয়ায় কিছু তারকা সমালোচিত হলেও, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের নেতৃত্বে বাংলা চলচ্চিত্র জগত একসঙ্গে ঘোষণা করেছে—“উত্তরবঙ্গের মানুষের পাশে আছি, কারণ তাঁদের ছাড়া আমাদের সিনেমা অসম্পূর্ণ।”