বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ধারাবাহিক মানেই এক অন্যরকম অনুভূতি। প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝেও কিছুটা সময় বের করে টিভির সামনে বসে পড়েন দর্শকরা, প্রিয় চরিত্রগুলোর সুখ-দুঃখের সঙ্গী হতে। কখনও নাটকীয় টুইস্ট, কখনও আবেগঘন মুহূর্ত—সবকিছু মিলিয়ে প্রতিটি ধারাবাহিক যেন হয়ে ওঠে পরিবারেরই এক সদস্য। এই আবেগ আর সম্পর্কই দর্শকদের টিভি রেটিংয়ের (TRP) মাধ্যমে জানা যায় কোন গল্প কতটা জায়গা করে নিচ্ছে মানুষের মনে।
প্রতি সপ্তাহেই পরিবর্তন হচ্ছে টিআরপি তালিকা, চলছে ধারাবাহিকগুলির মধ্যে তুমুল প্রতিযোগিতা। কে কার থেকে এগিয়ে থাকবে, কে হারিয়ে দেবে প্রতিদ্বন্দ্বীকে—এই রেস যেন দিন দিন আরও জমে উঠছে। গল্প, অভিনয়, মিউজিক—সব দিক দিয়েই দর্শকদের মন জয়ের চেষ্টা চলছে। প্রত্যেকটি চ্যানেল ও প্রযোজনা সংস্থা তাদের জনপ্রিয় ধারাবাহিককে তালিকার শীর্ষে তুলতে মরিয়া।
এই সপ্তাহে বাজিমাত করেছে জীতু-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। টিআরপি তালিকায় ৬.১ রেটিং পেয়ে এক নম্বর স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। অর্থাৎ এবার পরশুরাম নয়, পরিণীতা নয়—দর্শকের মন জিতে নিয়েছে এই জুটি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ ৫.৯ রেটিং নিয়ে। তৃতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৫.৫ রেটিং। আর খুব অল্প ব্যবধানে রয়েছে ‘ফুলকি’ (৫.৪) এবং ‘রাঙামতি’ (৫.৩)।
আরও পড়ুনঃ সম্পর্ক ভাঙার পরেও গোপালের স্মৃতি ভুলতে পারল না রুক্মিণী, সিঁদুর খেলায় স্বামীর হাতে সিঁদুর পড়তে চায় সে! এদিকে শিরীনের সিঁদুরের স্বপ্ন মাটিতে মিশিয়ে দিল পারুল! ‘পরিণীতা’তে আজকের টানটান পর্ব!
দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা
BT •• চিরদিনই তুমি যে আমার – 6.1
২. পরিণীতা – 5.9
৩.জগদ্ধাত্রী – 5.5
৪.ফুলকি – 5.4
৫. রাঙামতি – 5.3
Trending ••
দাদামণি – 5.1
রাণী ভবানী – 4.7