টলিপাড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে আর্য চরিত্রে কি নতুন নায়ক আসছেন? নাকি জনপ্রিয় এই সিরিয়ালই বন্ধ হয়ে যাবে? জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বে ফেটে পড়েছে টেলি জগত। আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে সোমবারের বিশেষ বৈঠক।
টানা তিন ঘণ্টার সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা সহ চ্যানেল ও প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ সদস্যরা। প্রত্যাশা ছিল, এই আলোচনার পরেই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের দাবি, মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাকি হঠাৎই উঠে বেরিয়ে যান জিতু কমল। এরপরেই তিনি সিরিয়াল ছাড়ার মনস্থির করেছেন বলে জল্পনা ছড়াতে থাকে। যদিও জিতু, দিতিপ্রিয়া বা চ্যানেল—কোনও পক্ষই এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
এই বিতর্কের ধাক্কা লেগেছে সিরিয়ালের অন্য শিল্পীদের জীবনেও। তাঁরা কেউ সামাজিক মাধ্যমে ব্যক্তিগত কিছু লিখলেই নেমে আসছে কমেন্টের বন্যা। ফলে তাঁরা মুখ বন্ধ করে রয়েছেন। দর্শকদের মনে একটাই প্রশ্ন—জীতুর জায়গায় কি দেখা যাবে নতুন আর্যকে? নাকি প্রিয় সিরিয়ালই হঠাৎ থেমে যাবে?
সমস্যার সূত্রপাত নাকি শুটিংয়ের সময়নিষ্ঠা নিয়ে। জানা গিয়েছে, সেদিন জীতু নাকি সময়মতো ফ্লোরে পৌঁছে অপেক্ষা করছিলেন। দিতিপ্রিয়া নাকি বেশ দেরিতে আসেন। সেই নিয়ে মনোমালিন্য এতটাই চরমে ওঠে যে জীতু রাগে সেট ছেড়ে বেরিয়ে যান। তবে এই দাবি দু’জনের কেউই স্বীকার বা অস্বীকার করেননি।
আরও পড়ুনঃ প্রতিশোধের আ’গুন পেরিয়ে ঋষির প্রতি অনুভূতিতে ধীরে ধীরে নরম হচ্ছে উজির! বাবার মৃ’ত্যুর দায় সরিয়ে ঋষিকে বিশ্বাসের জায়গায় বসাচ্ছে সে! ‘জোয়ার ভাঁটা’য় চরম দ্বন্দ্বে উজি, সত্যিটা কি সামনে আসবে এবার? নাকি নিশার প্রলোভনে আবার পা দিয়ে ফেঁসে যাবে সে?
এখন দর্শক, টিম এবং ইন্ডাস্ট্রি—সবাই অপেক্ষায়। সিরিয়ালের ভবিষ্যৎ কোন পথে মোড় নেবে, তা জানার অপেক্ষায় টলিপাড়া জমে উঠেছে আরও চাঞ্চল্যে।
