জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’ চরিত্র ছাড়লেন জিতু কমল! দিতিপ্রিয়া ‘অপর্ণা’র নতুন নায়ক হচ্ছেন কে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার–কে ঘিরে টালমাটাল পরিস্থিতি দিন দিন ঘনীভূত হচ্ছিল। শুটিং সেটে নায়ক–নায়িকার অমর্যাদা, অসহযোগিতা এবং একাধিক ভুল বোঝাবুঝির জেরে গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা। আর এবার সেই জল্পনায় সত্যি মিলল। সূত্রের দাবি, ধারাবাহিকে আর আর্য চরিত্রে দেখা যাবে না অভিনেতা জিতু কমলকে। এই খবরে দর্শকমহলে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ।

জিতু আগেই জানিয়েছিলেন, তাঁর সহ–অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের আচরণে নাকি তিনি নিয়মিত বিরক্ত হচ্ছিলেন। বিশেষ করে শর্ট দেওয়ার সময় অপ্রয়োজনীয় অসুবিধা, অসুস্থ অবস্থায় তুচ্ছতাচ্ছিল্য এবং ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি– এসব তাঁর কাজের পরিবেশকে প্রভাবিত করছিল বলে দাবি করেছিলেন তিনি। অন্যদিকে দিতিপ্রিয়া এই অভিযোগ অস্বীকার করে জানান, শুটিং একেবারেই স্বাভাবিক গতিতে চলছে এবং তিনি কোনও অতিরিক্ত সমস্যার কথা জানেন না।

এই দুই বিপরীত দাবি পুরো ঘটনাকে আরও জটিল করে তোলে। পরিস্থিতি সামাল দিতে প্রযোজনা সংস্থা এসভিএফ একটি দীর্ঘ মিটিংয়ের আয়োজন করলেও সেখানেও স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ধারাবাহিক বন্ধ হবে কি না কিংবা নায়ক–নায়িকা পরিবর্তন হবে কি না, সেসব নিয়েও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবুও ভেতরের খবর বলছে, জিতুকে আর ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে দিতিপ্রিয়া তাঁর চরিত্র অপর্ণা হিসেবেই থাকছেন। তবে নতুন আর্য কে হবেন, তা নিয়ে এখনই মুখ খুলছে না চ্যানেল বা প্রযোজনা সংস্থা। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে। নতুন নায়ক–নায়িকার জুটি পর্দায় কতটা প্রভাব ফেলতে পারে, তাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

শেষ পর্যন্ত জিতুর সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা নিয়ে মতভেদ থাকলেও একথা স্পষ্ট যে এই বিতর্ক পুরো টলিপাড়াকেই নাড়িয়ে দিয়েছে। এখন দেখার, নতুন ছন্দে ফিরতে পারে কি না জনপ্রিয় এই ধারাবাহিক।

Piya Chanda

                 

You cannot copy content of this page