জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গত পরশুই ওর বাড়িতে দেখা হয়েছিল! অভিনেতা জয় ব্যানার্জির আকস্মিক প্রয়াণে শো’কবিহ্বল তাঁর প্রথম ছবির নায়িকা দেবশ্রী রায়!

দেবশ্রী রায় প্রথম ছবিতে জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন, আর অন্যদিকে মুম্বইয়ের নায়িকা মধু সরকারও সেই ছবিতে ছিলেন। পরিচালক বিদেশ সরকারের ‘অপরূপা’ ছবিতে ক্যামেরার সামনে জয় তার উপস্থিতি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে সবাইকে মুগ্ধ করেছিলেন। সেই ছবির দিন থেকেই দেবশ্রীর সঙ্গে জয়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। সহঅভিনেতা কখনও কখনও পরিবারের মতো হয়ে ওঠে, আর দেবশ্রী-জয়ের সম্পর্ক সেই উদাহরণেই প্রকাশ পায়। তাই তার অকাল প্রয়াণে টলিউডের রুমকি গভীর শোক অনুভব করলেন।

বেসরকারি সংবাদ মাধ্যমে দেবশ্রী জানান, “আমি নিয়মিত জয়ের বাড়িতে যেতাম। তার মা আমাকে অনেক স্নেহ করতেন। জয়ের বোনের সঙ্গেও সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। পরশু মাসিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এবং সেখান থেকে প্রথমবার জানতে পারি যে জয়ের স্বাস্থ্য খারাপ। গত কয়েকবছরে এত মানুষ হারাচ্ছি, একের পর এক, সত্যিই ভালো লাগছে না। সিকিমের ছবির শুটিংয়ের সময় আমাদের শুটিংয়ের ফাঁকে ঘুরে বেড়ানোর স্মৃতিগুলোও মনে পড়ছে। সত্যিই খারাপ খবর, মানতে পারছি না।”

জয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সালের ২৩ মে। তিনি ছোটবেলা থেকেই বিনোদনের জগতে আকৃষ্ট ছিলেন। অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ‘অপরূপা’ ছবির মাধ্যমে, যেখানে দেবশ্রী রায় ছিলেন তার বিপরীতে। প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রির নজরে আসেন জয়। পরবর্তীতে নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। ৯০-এর দশকে মুক্তিপ্রাপ্ত অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ তাকে বক্স অফিস সাফল্য এনে দেয়। জয়ের ও চুমকি চৌধুরীর জুটি প্রশংসিত হয়, এমনকি টলিপাড়ায় রটেছিল তাদের প্রেমের গুঞ্জনও।

Piya Chanda