বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ‘উদয় প্রতাপ সিং’ (Uday Pratap Singh) এবং অভিনেত্রী ‘অনামিকা চক্রবর্তী’র (Anamika Chakraborty) সংসারে এসেছে নতুন সদস্য! বেশ কয়েক বছরের দাম্পত্য এবং প্রেম জীবনের সাক্ষী অনুরাগীরা, এমন খবরে রীতিমত চমকে উঠেছেন! বর্তমানে স্বামী উদয় অভিনয় করছেন জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে ‘রায়ান’ চরিত্রে। অন্যদিকে, স্ত্রী অনামিকা বেশ কিছুদিন দেখা যায়নি পর্দায়। শেষবার দেখা গিয়েছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল অবসাদে ভুগছেন অভিনেত্রী।
দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকায় নতুন সদস্যের জল্পনায় যেন ঘি ঢেলেছে! আজ অর্থাৎ, মঙ্গলবার সকাল হতেই সমাজ মাধ্যমে তাঁরা এই বিশেষ খবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে! তাঁদের একটি নতুন ভিডিয়ো দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দম্পতির চোখেমুখে যেন আলাদাই এক উচ্ছ্বাস! নেটিজেনদের অনেকে প্রথমেই ভেবেছিলেন, এতদিনে তাঁদের ঘরে বোধহয় আলো করে আসছে একটি সন্তান। কিন্তু ঘটনার আসল দিকটা সামনে আসতেই সবার প্রত্যাশায় কিছুটা ভাটা পড়েছে। তবে, দম্পতির জন্য খুশি সকলেই।
কী ছিল সেই ভিডিওতে? কে সেই নতুন সদস্য? সমাজ মাধ্যমে সেই ভিডিয়োতে দেখা গেল, উদয় পরেছেন সাদা টি-শার্টে আর কালো প্যান্ট, তাঁর কোলেই রয়েছে তাঁদের প্রিয় পোষ্য ‘বেলা’। অন্যদিকে, অনামিকা পরেছেন হালকা নীল রঙের কুর্তি, একদম সাদাসিদে সাজ। তাঁদের মুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট, যেন জীবন আবার নতুন করে শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্ন একটাই— সেই নতুন আগমনটা ঠিক কী নিয়ে? আসলে সন্তান নয়, নতুন অতিথি তাঁদের বাড়িতে এসেছে চারচাকার রূপে!
এদিন ধূসর রঙের একটি নতুন গাড়ি কিনেছেন তাঁরা, যার নাম দিয়েছেন ভালোবেসে ‘থরু’। গাড়ির নাম থেকেই স্পষ্ট, এই ‘থর’ গাড়িটি আসলে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার ফল। আবার ভিডিওর শেষের দিকে দেখা যায়, অনামিকা নিজেই স্টিয়ারিং ধরেছেন। স্বামী আর পোষ্যকে নিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন। এই দৃশ্য যেন তাঁদের সুখী সংসারের নিখুঁত ছবি। তবে, গাড়ি কেনার আনন্দে তাঁরা থেমে থাকেননি। ঠিক নতুন সদস্যের ঘোষণার পরেই, আরও একটি পোস্ট করেন দু’জনে।
আরও পড়ুনঃ “ছেলে যেমন, মা-ও কি তেমন? অসুখটাও কি নাটক!”— ‘শাড়িতে ভালো লাগছে’ বলা নিয়ে ‘ঋজু বিশ্বাস’ বিতর্কে ক্যা’ন্সার আক্রান্ত মাকেও রেহাই দেয়নি সমাজমাধ্যম! “সত্যিই কি ঋজুর মা ক্যা’ন্সারে আক্রান্ত নাকি সহানুভূতি কুড়াতেই মাকে ‘ঢাল’ করছেন তিনি?”- প্রশ্ন উঠছে নেটপাড়ায় !
সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, পোষ্য বেলাকে পাশে নিয়েই কেক কেটে এই নতুন শুরু উদযাপন করছেন দম্পতি। সামনে সাজানো সুন্দর একটি গোলাপের তোড়া। ছবির ক্যাপশনে উদয়ের লিখেছেন, “ওয়েলকাম হোম থরু!” মুহূর্তেই কমেন্ট বক্স ভক্তদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরে উঠেছে। নতুন গাড়ি ‘থরু’-র আগমন যেন দাম্পত্য ছন্দে আরও একটু সুর যোগ করেছে। তাঁদের পোস্ট দেখে অনেক সহ অভিনেতারাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন।
