জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমাদের ইন্ডাস্ট্রিতে ৩০ শতাংশ পরিশ্রম, ৭০ শতাংশ ভাগ্য”— বিতর্কে জর্জরিত অতীত, বিয়ের পর জীবনের নতুন অধ্যায়, নায়ক থেকে নেগেটিভ চরিত্রে নিজের ভাগ্য ফেরাতে তৎপর অভিনেতা জয় মুখার্জি

বাংলা বিনোদন জগতে এক সময়ের পরিচিত মুখ ছিলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। বড় পর্দা থেকে ছোট পর্দা— দুই জায়গাতেই নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু এক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে অনেকদিন দেখা যায়নি। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্যক্তিগত জীবনের বিতর্ক ও পেশাগত বিরতি। অবশেষে দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন জয়, আর ফিরছেন একেবারে নতুন রূপে।

জয়ের অভিনয়যাত্রা শুরু ২০০৯ সালে রাজা মুখোপাধ্যায়ের পরিচালিত বাংলা ছবি ‘লক্ষ্যভেদ’ দিয়ে। এরপর ‘টার্গেট’, ‘লজ্জা’, ‘শুটার’, ‘আমি যে কে তোমার’— একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমাই নয়, ‘চোখের তারা তুই’, ‘জিয়ন কাঠি’ ও ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। তবে ২০২০ সালে ‘জিয়ন কাঠি’ থেকে বাদ পড়া ছিল জীবনের এক বড় মোড়। বিতর্ক, সম্পর্ক ভাঙন, এবং একের পর এক বাধা— সব মিলিয়ে অভিনয়জগৎ থেকে খানিকটা দূরেই সরে যান জয়।

দীর্ঘ বিরতির পর অবশেষে ২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাচ্ছে জয় মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘শ্রী দুর্গা’। ছবিতে একেবারে ভিন্ন ইমেজে ধরা দেবেন তিনি। ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, “এই চরিত্রটা একেবারে নেগেটিভ, অপা দি প্রোটাগনিস্ট, আর আমি অ্যান্টাগনিস্ট।” অভিনেতার কথায়, বহুদিন পর বড় পর্দায় ফিরতে পেরে তাঁর আনন্দ অপরিসীম। ‘চোখের তারা তুই’-এর সহঅভিনেত্রী অপা দি’র সঙ্গে আবার একসঙ্গে কাজ করে পুরনো স্মৃতিও ফিরে এসেছে বলে জানান তিনি।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন জয়। জানুয়ারি মাসে জেলা আদালতের বিচারক অলিভিয়া ভট্টাচার্যকে বিয়ে করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে এখন বেশ সুখী। হাসতে হাসতে বলেন, “আমি বউকে ভয় পাই। হ্যাপি হোম ইজ হ্যাপি লাইফ— এটা আমি বিশ্বাস করি।” পাশাপাশি তিনি স্বীকার করেন, “ভুল সিদ্ধান্ত মানুষকেই বদলে দেয়। ভগবান সবাইকে দ্বিতীয় সুযোগ দেন, আমিও সেই সুযোগ পেয়েছি।” সন্দীপ নামে এক পরিচালকের হাত ধরেই তাঁর এই প্রত্যাবর্তন।

অভিনেতার মতে, “আমাদের ইন্ডাস্ট্রিতে ৩০ শতাংশ পরিশ্রম, ৭০ শতাংশ ভাগ্য।” তিনি আরও বলেন, “একবার টেলিভিশনে কাজ শুরু করলে পরিচালকরা হয়তো ছবির জন্য আর ভাবেন না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।” তবে ‘শ্রী দুর্গা’ তাঁকে আবার সেই সুযোগ দিয়েছে। ছবিটি নারীশক্তির গল্প হলেও, জয় বিশ্বাস করেন তাঁর নেগেটিভ চরিত্র দর্শকের কাছে আলাদা ছাপ ফেলবে। পনেরো বছর পর এই প্রত্যাবর্তন কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Piya Chanda