জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হতেই নতুন অধ্যায়ের সূচনা! অভিনেতা রণজয় বিষ্ণুর জীবনে এলো নতুন সুযোগ—SVF-এর হাত ধরে আবার নায়কের রূপে ফিরছেন তিনি! বিপরীতে জি বাংলার হিট নায়িকা!অপেক্ষায় দর্শকমহল!

বাংলা বিনোদন জগৎ মানেই প্রতিনিয়ত নতুন চমক, নতুন মুখ আর নতুন গল্পের সমাহার। কখনও কোনও অভিনেতা বা অভিনেত্রী এক ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে এমন ছাপ ফেলে দেন, যে নামটা দীর্ঘদিন মনে থেকে যায়। টেলিভিশনের এই বিশাল দুনিয়ায় প্রতিদিনই আসছে নতুন গল্প, নতুন চরিত্র, তবে দর্শকপ্রিয়তার আসনে যাঁরা পৌঁছান, তাঁদের খোঁজ সবসময়েই থেকে যায়।

বাংলা ধারাবাহিকের জগতে এমন অনেক মুখ রয়েছেন, যাঁদের একবার পর্দায় দেখলেই দর্শক তাদের ভুলতে পারেন না। তাই কোনও ধারাবাহিক শেষ হয়ে গেলেও, তাঁদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গোনেন দর্শকরা। জনপ্রিয়তা একদিনে আসে না—বরং পরিশ্রম আর অভিনয় দক্ষতার মিশ্রণে গড়ে ওঠে এক নতুন পরিচয়। আর সেই কারণে এক ধারাবাহিক শেষ হলেও অভিনেতা বা অভিনেত্রীর নতুন কাজ নিয়ে আগ্রহ থাকে চরমে।

এরকমই এক প্রতিভাবান মুখ রণজয় বিষ্ণু। জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’–এর অনিকেত চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয় জয় করেছেন। এর আগেও তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে। শুধু ছোটপর্দা নয়, রণজয় বড়পর্দা ও ওয়েব সিরিজের জগতেও নিজের প্রতিভার ছাপ ফেলেছেন।

শিল্পী হিসেবে তিনি প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, নতুন নতুন চরিত্রে খুঁজে নিচ্ছেন নিজের জায়গা। সূত্রের খবর, এবার তাঁকে দেখা যাবে SVF-এর নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায়। অর্থাৎ, ধারাবাহিকের পর্দায় ফের একবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণজয়কে। এই খবরেই রীতিমতো উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

তবে আপাতত তিনি ব্যস্ত আছেন একটি মাইক্রো ওয়েব সিরিজের কাজে। কাজের ফাঁকে ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ রাখছেন রণজয়। নতুন এই প্রজেক্ট তাঁর ক্যারিয়ারে কতটা মোড় আনবে, তা সময়ই বলবে, তবে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে বাংলা টেলিভিশনপ্রেমীদের মধ্যে।

Piya Chanda

                 

You cannot copy content of this page