জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সংলাপের মাঝেই লুটিয়ে পড়ে মৃ’ত্যু! যাত্রার মঞ্চেই শে’ষ জনপ্রিয় বাঙালি অভিনেতা

মঞ্চের আলো, গানে-সংলাপে ভরা যাত্রাপালা। দর্শকরা ডুবে ছিলেন অভিনয়ের জগতে। ঠিক সেই সময়েই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ‘সত্য ত্রেতা দ্বাপর কলি’-র অভিনয় চলছিল পুরোদমে। সংলাপ বলতে বলতে হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়ে গেলেন এক অভিনেতা। প্রথমে দর্শকরা ভেবেছিলেন— হয়তো গল্পেরই অংশ এটি! কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়, বাস্তবের নির্মম সত্যই মঞ্চে ঘটছে। বাঁচানো গেল না শিল্পীকে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস নিলেন তিনি অভিনয় করতে করতেই।

মৃত অভিনেতার নাম শুভাশিস ঠাকুর। বয়স ৬২ বছর। দুর্গাপুরের বামুনপাড়ার তপোবন সিটি এলাকা তাঁর ঠিকানা। সেখানেই সোমবার রাতে আয়োজিত হয়েছিল যাত্রাপালা। বহু দিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন শুভাশিসবাবু। এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন পরিচিত মুখ। মঞ্চে তাঁর উপস্থিতি মানেই দর্শকের উচ্ছ্বাস— এমনই খ্যাতি ছিল তাঁর।

কিন্তু যে মঞ্চ তাঁকে স্বপ্ন দেখিয়েছে, সেই মঞ্চই হয়ে উঠল মৃত্যুর আসন। সংলাপের মাঝে আচমকাই ধপ করে পড়ে যান তিনি। সহ-অভিনেতারা ছুটে যান কাছে। দর্শকরাও তখন দিশেহারা আতঙ্কে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের স্পষ্ট কথা— অনেক আগেই তাঁর হৃদস্পন্দন থেমে গিয়েছে।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো তপোবন সিটি এলাকায়। মাঝপথেই থেমে যায় যাত্রাপালা। বহু দর্শক চোখের জল সামলাতে পারেননি। যে মানুষটিকে তাঁরা মুহূর্ত আগেও চরিত্রে বাঁচতে দেখেছিলেন, সেই মানুষটিই এক লহমায় নিথর— এই বাস্তবতা কারও পক্ষে মানা কঠিন।

শুভাশিস ঠাকুরের পুরুলিয়ায় আদি বাড়ি। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জীবনে অভিনয় ছিল তাঁর ভালবাসা, আবেগ— সেই ভালবাসার টানেই নিয়মিত যাত্রার মঞ্চে উঠতেন তিনি। শেষ পর্যন্ত সেই মঞ্চেই শেষ হল তাঁর জীবনের পরদা। শিল্পীকে শেষ শ্রদ্ধা— মঞ্চ তাঁকে চিরকাল মনে রাখবে।

Piya Chanda