জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মুখোশ খুলে ‘আমি বনি’ বলার পরেও তো মানুষের মুখে উত্তেজনা দেখলাম না তেমন, লিডিং হিরোকে এমন অপমান!” রাস্তায় নেমে ছবির প্রচার করতে বেরিয়ে অপমান বনি সেনগুপ্ত! কটাক্ষ নেটপাড়ার

চলতি বছরের শেষে পর্দায় আসছে এক নতুন ভৌতিক রোমাঞ্চ — অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। ভূত চতুর্দশীর বিশেষ দিনে প্রকাশিত মোশন পোস্টারেই ধরা পড়েছে ভয় আর মজার অদ্ভুত মিশেল। একদিকে সোহম-মিমি, অন্যদিকে স্বস্তিকা দত্ত এবং ‘বনি সেনগুপ্ত’র (Bonny Sengupta) জুটি নিয়ে গড়া এই ছবিতে একদিকে যেমন থাকবে হাসির ফোয়ারা, তেমনি অন্যদিকে ছায়া ফেলবে অদ্ভুত রহস্য ও শিহরণ। উইন্ডোজ প্রোডাকশনের ভৌতিক ঘরানার এই ছবির অপেক্ষায় আছেন বহু দর্শকরা।

ভূত চতুর্দশী পেরিয়ে গেলেও, পশ্চিমী মতে তেনাদের দিন ‘হ্যালোউইন’ এখন এই দেশেও পরিচিতি লাভ করেছে। তাই ভূতেদের এই দিনেই, অভিনেতা বনি সেনগুপ্ত তাঁর ছবির প্রচারে নেমেছিলেন শহরের রাস্তায়। ভয়ংকর এক ভৌতিক মুখোশ পরে, তিনি অজ্ঞাত ব্যক্তিদের প্রথমে ভয় দেখিয়ে এবং পরে নিজের পরিচয় দিয়ে ছবি দেখার জন্য অনুরোধ করলেন। ঘটনাটি অত্যন্ত স্বাভাবিক হলেও, বনি সেনগুপ্তকে নিয়ে কটাক্ষ করতে সুযোগ ছাড়লেন না কেউ।

প্রসঙ্গত, বছরের শুরুতেই তিনি বিতর্কে জড়িয়েছেন নিজের করা একটি মন্তব্যকে ঘিরে। কী ছিল সেই মন্তব্য? অভিনেতা সেই সময় জানিয়েছিলেন, নাকি তিনটি মেইনস্ট্রিম ছবির অফার ফিরিয়ে দিয়েছেন! কারণ হচ্ছে, সেখানে চরিত্রের গভীরতা ছিল না। সেই তালিকায় ছিল দেব অভিনীত ‘খাদান’ আর সুপারস্টার জিৎ অভিনীত সিরিজ ‘খাকি: দা বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো ছবি! এমনকি আত্মবিশ্বাসের জোরে তিনি নিজেকে টলিউডের ‘লিডিং হিরো’ তকমা দেন। এই নিয়ে সেই সময় অনেক হাসাহাসি হয়েছিল।

অনেকে কটাক্ষ করে বলেছিলেন, “এত প্রতিভাত থাকা সত্ত্বেও আপনাকে কেউ সুযোগ দিচ্ছে না, এটা ভারী অন্যায়!” কেউ বলেছিলেন, “যাকে সব ছবি থেকে রিজেক্ট করা হয়, সে রিজেক্ট করেছে ছবি এটা অযৌক্তিক!” তবে, এবার সেই বিতর্কের সূত্র ধরেই নতুন করে সমালোচনার শিকার হচ্ছেন ‘লিডিং হিরো’ বনি! এবার কে কী বলছে? এবার বেশিরভাগ মানুষই বলছেন, “একি কাণ্ড! শেষে টলিউডের লিডিং হিরোকে রাস্তায় নেমে প্রচার করতে হচ্ছে! দেব বা জিৎ করলে মানা যায়, ওরা তো আবার লিডিং হিরো নয়!”

কেউ বলছেন, “ভিডিওটা দেখে মনে হচ্ছে, খুব বেশি মানুষ চেনে না আপনাকে। চরিত্রের গভীরতা বোঝার প্রতিভাটা বোধহয় জলেই গেল! একজনের কথায়, “মুখোশ খুলে ‘আমি বনি’ বলার পরেও তো মানুষের মুখে উত্তেজনা দেখলাম না তেমন, লিডিং হিরোকে এমন অপমান!” এইসব প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের ওজন বোঝার ক্ষমতা রাখতে হয়। না হলে এমন বিতর্ক জীবনেও কিছু ছাড়বে না, যেমন বনিকে নিয়ে বিতর্ক এত তাড়াতাড়ি থামার নয়।

Piya Chanda