জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অভিনয় করে পারিশ্রমিক নিইনি বছরের পর বছর!” – কেন এমন সিদ্ধান্ত কৌশিক গাঙ্গুলীর? পরিচালক জানালেন তাঁর জীবনের অজানা অধ্যায়, কিন্তু কেনই বা তিনি নিজের ছবিতে টাকা নিতে অস্বীকার করেন?

বাংলা চলচ্চিত্র জগৎ বা টলিউড (Tollywood) বরাবরই এক বিশেষ আবেগের নাম। এখানকার পরিচালক, অভিনেতা ও টেকনিশিয়ানদের পরিশ্রমে তৈরি হয় এমন সব গল্প, যা দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। বাণিজ্যিক ছবি হোক বা ভাবনাসম্পন্ন শিল্পচিত্র—বাংলা সিনেমা সবসময়ই আলাদা ধরণের সংবেদন বহন করে। এই জগতের মধ্যেই রয়েছেন এমন কিছু পরিচালক, যাঁদের কাজ শুধু বিনোদন নয়, সমাজের ভাবনাকেও নাড়া দেয়।

এই প্রজন্মের অন্যতম শ্রদ্ধেয় নাম কৌশিক গাঙ্গুলী। তিনি যেমন একজন সংবেদনশীল পরিচালক, তেমনই দক্ষ অভিনেতা। ‘উষ্ণতার জন্য’, ‘আরেকটি প্রেমের গল্প’ বা ‘নগরকীর্তন’-এর মতো ছবিতে তিনি সমাজের অপ্রকাশিত বাস্তবতাকে পর্দায় তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে। জাতীয় পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার—সব মঞ্চেই কৌশিকের প্রতিভা সম্মানিত হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশিক গাঙ্গুলী এমন এক তথ্য প্রকাশ করেছেন যা জানলে অবাক হতে হয়। তিনি জানান, “আমি আমার পরিচালিত ছবিগুলিতে কখনও পারিশ্রমিক নিইনি।” নিজের পরিচালিত সিনেমার অভিনেতা হিসেবে তিনি বহু বছর ধরে নিজের কাজের বিনিময়ে এক টাকাও নেননি। কারণ, তাঁর বিশ্বাস ছিল— অভিনেতার পারিশ্রমিকের কিছু অংশ বাঁচলে সেই অর্থ ছবির প্রয়োজনে ব্যবহার করা যাবে, আর তাতেই ছবির গুণমান বাড়বে।

নিজের পছন্দ ও ভালোলাগার জায়গা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর কথায়, সিনেমা তাঁর কাছে শুধু পেশা নয়, এক আবেগ। তাই প্রযোজনার স্বার্থে নিজের পারিশ্রমিক ছেড়ে দিতে কখনও দ্বিধা করেননি। এই নিঃস্বার্থ মানসিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

আরও পড়ুনঃ “বিয়ের সময় পেরিয়ে গেছে…. সোনামনির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার” – নিজের ভালোবাসার জীবন নিয়ে অকপট স্বীকারোক্তি প্রতীক সেনের! বিয়ের পিঁড়িতে কবে বসছেন অভিনেতা?

তবে ‘বিসর্জন’-এর পর থেকে পরপর ছবি করতে করতে তিনি বুঝতে পারেন, এখন সময় এসেছে নিজের পরিশ্রমের যথাযথ মূল্য নেওয়ার। তাই বর্তমানে তিনি স্পষ্ট জানিয়েছেন, “এখন থেকে আমি আমার ন্যায্য পারিশ্রমিক নেব।” টলিউডের এক সংবেদনশীল নির্মাতার এই সিদ্ধান্ত শিল্পের প্রতি ভালোবাসা ও আত্মসম্মানের এক সুন্দর ভারসাম্য তুলে ধরে।

Piya Chanda

                 

You cannot copy content of this page