জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Subhashree Ganguly: এত এত সিনেমা, এত অ্যাওয়ার্ড তবু বর্ধমানে নিজের পাড়ায় শুভশ্রী গাঙ্গুলীর নামে বদনামের দায়ে কান পাতা দায়!কারণ শুনে মাথায় হাত দর্শকদের

বর্ধমান থেকে এসে টলিউডের অন্যতম জনপ্রিয় এই মুহূর্তে প্রথম সারির নায়িকা হয়ে উঠতে বেশ পরিশ্রম করতে হয়েছে শুভশ্রী গাঙ্গুলীকে। বর্ধমানের মত ছোট শহর থেকে কলকাতার মতো মেগা সিটিতে এসে অনেকেই হারিয়ে যায় সময়ের কালস্রোতে। কিন্তু নায়িকা নিজেকে ধরে রেখেছেন উন্নতির শিখরে।

আর এখন তো শুধুমাত্র অভিনেত্রী নয়, যুক্ত হয়েছে আরো দুটো পরিচয়। তুমি এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী এবং ইউভান চক্রবর্তীর সুন্দরী মা। নিজের কেরিয়ারের সর্বোচ্চ শিখরে থাকাকালীন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বাঙালি নায়িকা। তারপর সন্তান। নিজের কাজকে এবং নিজের সংসারকে সমানভাবে সামলেছেন শুভশ্রী।

এমন একটি ব্যক্তিগত তথ্য আপনাদের জানাবো যেটা শুনলে অনেকেই কপালে হাত দেবেন। নায়িকার এই অজানা তথ্য জানতে পেরেছি আমরা। আজকের যে বড় বড় জনপ্রিয় ব্যক্তিত্ব তাঁরা সকলেই একসময় ছোটবেলা পেরিয়ে এসেছেন। আর প্রতিটি মানুষের শৈশব স্মৃতি মধুর হয়। তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক কাহিনী। ছোটবেলায় কেমন ছিলেন এই নায়িকা জানেন?

পর্দায় হাসি খুশি এবং লাজুক স্বভাবের নায়িকা বাস্তবে মোটেই তেমনটা ছিলেন না। জানলে অবাক হবেন। জানা গেছে ছোটবেলায় শুভশ্রী ছিলেন চরম ডানপিটে। ছেলেদের সঙ্গে করতেন তুমুল মারপিট। তাই ডানপিটে মেয়ে হিসেবে এলাকায় চরম বদনাম ছিল এই নায়িকার।

শুভশ্রী নিজেই নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে হাসতে হাসতে বলেছেন এক জায়গায় যে তিনি ছিলেন ভয়ংকর দুরন্ত মেয়ে। যাকে বলা হয় গেছো মেয়ে। এলাকার ছেলেদের ধরে ধরে মারতেন তিনি। তাই পাড়ার পার্টি অফিসে বাবার কাছে হামেশাই এই নিয়ে মেয়ের বিরুদ্ধে নালিশ আসতো। নায়িকা বলেছেন তিনি কী কী কীর্তি করে বেরিয়েছেন সেগুলো বলতে শুরু করলে গোটা দিন পেরিয়ে যাবে।

তবে বর্তমানে নায়িকা একেবারে পরিনিতা এবং সম্পূর্ণ। ছেলে এবং স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন। রাজের হাত ধরে আদর্শ দম্পতি হিসেবে তিনি কাটিয়ে ফেললেন চার চারটি বছর। পাশাপাশি একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি।

Nira

                 

You cannot copy content of this page