বিনোদন জগতে তারকাদের মুখে বলা একেকটি মন্তব্য অনেক সময় দর্শকের কৌতূহল বাড়িয়ে তোলে। সাফল্য নিয়ে কে কী ভাবছেন, জনপ্রিয়তার শিখরে দাঁড়িয়ে থেকেও কার দৃষ্টিভঙ্গি কেমন—এসব জানতেই আগ্রহ থাকে অনুরাগীদের। ঠিক তেমনই এক অকপট মন্তব্যে ফের চর্চায় উঠে এলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত ছবি স্বার্থপর। পুজোর ভিড়ে একাধিক বড় মুক্তির মাঝেও ছবিটি আলাদা করে নজর কেড়েছিল দর্শকের। বক্স অফিসে ছবির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কোয়েলের অভিনয়ও প্রশংসা পায় নানা মহলে। বহুদিন পর এমন সাড়া পেয়ে ছবিটি পুজোর মরশুমে অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়।
স্বার্থপর-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই বছরের শেষদিকে মুক্তি পায় “মিতিন: একটি খুনের সন্ধানে”। রহস্যে মোড়া এই ছবিতেও কোয়েল মল্লিকের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। মুক্তির পর থেকেই ছবিটি ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে চলেছে। শুধু টিকিট কাউন্টারেই নয়, দর্শকের ভালবাসা আর প্রশংসাও সমানভাবে কুড়িয়েছেন অভিনেত্রী। এই ধারাবাহিক সাফল্যই হয়তো তাঁকে আজ ‘টলি কুইন’ নামে ডাকতে বাধ্য করছে অনুরাগীদের।
এই প্রসঙ্গেই কোয়েল মল্লিক বলেন, “একটা ছবি হিট হলেই লাফালাফি করি না। সাফল্যে বসে থাকার বদলে, আমি আগামী ছবি নিয়ে ভাবি।” তাঁর মতে, আজ যা অর্জন, তা কাল অতীত হয়ে যেতে পারে। তাই প্রতিটি কাজের পর নিজেকে নতুন করে প্রস্তুত করাটাই তাঁর কাছে সবচেয়ে জরুরি।
আরও পড়ুনঃ ‘আমার বাবার নামও রবীন্দ্রনাথ, এই নামের জন্য গোটা জীবন তাঁকেও রসিকতার মুখে পড়তে হয়েছে!’ পরিচালক চাইলে অন্য নামও রাখতে পারতেন!রাজের ক্ষুদিরাম নাম বিতর্কে মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের
অভিনেত্রীর এই মানসিকতাই সম্ভবত তাঁকে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক করে রেখেছে। সাফল্যকে মাথায় তুলে না রেখে, সেটাকে দায়িত্ব হিসেবে দেখাই কোয়েল মল্লিকের পথচলার মূল চাবিকাঠি। আর সেই কারণেই একের পর এক সফল ছবি, দর্শকের অফুরান ভালবাসা এবং টলিউডে তাঁর অটুট অবস্থান—সব মিলিয়ে কোয়েল আজও নিজের জায়গায় অনন্য।
