টেলিভিশনের ইতিহাসে এমন কিছু ধারাবাহিক থাকে, যেগুলি কেবল একটি সময়ের জন্য নয়—বরং দীর্ঘ বছর ধরে দর্শকের জীবনের অংশ হয়ে ওঠে। প্রতিদিনের অভ্যাস, পারিবারিক আড্ডা কিংবা সন্ধ্যার নির্দিষ্ট সময়—সবকিছুর সঙ্গে মিশে যায় সেই গল্পের চরিত্ররা। বছর ঘুরে যায়, ট্রেন্ড বদলায়, কিন্তু কিছু ধারাবাহিক দর্শকের মনে এমন দাগ কেটে দেয়, যা সহজে মুছে যায় না। ঠিক সেই তালিকাতেই পড়ে এমন কিছু মেগা সিরিয়াল, যাদের যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে, অথচ শেষের দিন পর্যন্ত আলোচনার কেন্দ্রে থেকেছে।
হিন্দি টেলিভিশনের এমনই এক দীর্ঘস্থায়ী ধারাবাহিক ছিল ‘কুমকুম ভাগ্য’ (Kumkum Bhagya)। ১১ বছর ধরে জি টিভির পর্দায় নিয়মিত সম্প্রচারিত এই সিরিয়াল একসময় হিন্দি ধারাবাহিকের ইতিহাসে রেকর্ড গড়ে। প্রেম, ভুল বোঝাবুঝি, পারিবারিক টানাপোড়েন আর আবেগঘন মুহূর্তে ভরা এই গল্প দর্শকের সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে টিআরপি (TRP), আর শেষ পর্যন্ত নতুন ধারাবাহিকের জায়গা করে দিতে সম্প্রতি বন্ধ হয়ে যায় ‘কুমকুম ভাগ্য’-এর সম্প্রচার।
এই ধারাবাহিকের জনপ্রিয়তা কেবল পর্দার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শক এই গল্পের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছেন। চরিত্রগুলির ওঠানামা, সম্পর্কের জটিলতা এবং ধারাবাহিকের দীর্ঘ যাত্রা একে হিন্দি টেলিভিশনের অন্যতম সফল মেগা সিরিয়ালে পরিণত করেছিল। সেই কারণেই ‘কুমকুম ভাগ্য’ শেষ হওয়ার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নস্টালজিয়া ও নানা জল্পনা।
এবার সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ হয়েছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা, খুব শীঘ্রই ‘কুমকুম ভাগ্য’-এর বাংলা রিমেক আসতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। বর্তমানে এই খবর ঘুরছে বিভিন্ন মহলে। যদিও গল্প, চরিত্র বা সম্প্রচারের সময় নিয়ে এখনও বিস্তারিত কিছু সামনে আসেনি, তবু এই সম্ভাবনাই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ “দেখতে দেখতে এক বছর, এভাবেই সারাজীবন…আমরা এক, হতে পারি দু’জন মানুষ!” প্রথম বিবাহবার্ষিকীতে ভালোবাসার গভীর প্রতিশ্রুতিতে শ্বেতা-রুবেল!
শোনা যাচ্ছে এই রিমেকটির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে এসভিএফ (SVF)। তবে এখনো পর্যন্ত জি বাংলার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত সবটাই রয়েছে অপেক্ষার ঘরে। এবার দেখা যাক, আদৌ কি বাংলার পর্দায় নতুন রূপে ফিরতে পারে ‘কুমকুম ভাগ্য’, নাকি এই জল্পনা শুধুই গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে।
