বাংলা টেলিভিশনের বিনোদন জগৎ মানেই প্রতিদিনের আবেগ, সম্পর্কের টানাপোড়েন আর দর্শকের সঙ্গে এক অদ্ভুত আত্মিক যোগ। ঘরে ঘরে ধারাবাহিকের গল্প নিয়ে আলোচনা হয়, অফিস ফেরত ক্লান্ত সন্ধ্যায় কিংবা রাতের খাবারের আগে টিভির পর্দায় চোখ রাখাই যেন রোজকার অভ্যাস। এই ধারাবাহিকগুলিই আজ বাংলার বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় শক্তি।
কোন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিয়েছে, তার অন্যতম মাপকাঠি হল সাপ্তাহিক টিআরপি তালিকা। সপ্তাহে সপ্তাহে এই তালিকা বদলালেও কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়, আবার কিছু গল্পে মোড় বদল বা নতুন চমক এনে উপরে ওঠার চেষ্টা করে। দর্শকের ভালোবাসা, গল্পের টান, অভিনয়—সব মিলিয়েই তৈরি হয় এই টিআরপি ছবি।
চলতি সপ্তাহের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘বিদ্যা ব্যানার্জি’, ৮.০ রেটিং নিয়ে এক নম্বর জায়গা দখল করেছে এই ধারাবাহিক। টানটান গল্প আর প্রধান চরিত্রের দৃঢ় উপস্থিতি দর্শককে এখনও পর্দার সামনে আটকে রাখতে সফল। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’, যার প্রাপ্ত টিআরপি ৭.৭। সামাজিক বার্তা আর পারিবারিক আবেগেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা।
তালিকার তৃতীয় স্থানে ‘রাঙামতি’ (৭.৪) এবং চতুর্থ স্থানে ‘পরিণীতা’ (৭.২)। দু’টি ধারাবাহিকই নিজেদের গল্প বলার ভঙ্গি ও চরিত্রের আবেগ দিয়ে দর্শকের মন জয় করে চলেছে। পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, ৭.০ রেটিং নিয়ে টপ ফাইভে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুনঃ ১১ বছরের স্মৃতি নিয়ে শেষ ‘কুমকুম ভাগ্য’! এবার বাংলার পর্দায় ফিরছে জনপ্রিয় হিন্দি মেগা! জি বাংলায় আসছে ‘কুমকুম ভাগ্য’-এর বাংলা সংস্করণ? মুখ্য চরিত্রে থাকছেন কারা?
একনজরে দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা—
১) বিদ্যা ব্যানার্জি – ৮.০
২) পরশুরাম – ৭.৭
৩) রাঙামতি – ৭.৪
৪) পরিণীতা – ৭.২
৫) ও মোর দরদিয়া – ৭.০
ট্রেন্ডিং তালিকায় রয়েছে ‘কনে দেখা আলো’, যার টিআরপি ৫.২। দর্শকের রুচি আর গল্পের ওঠানামার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে এই তালিকায় কী বদল আসে, সেদিকেই এখন নজর।
