জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কুসুম–আয়ুষ্মানের জমাটি রো’ম্যান্সে উত্তাপ বাড়ছে ধারাবাহিকে, ন্যাকা কান্না ছেড়ে টিআরপি বাড়তে ভরসা নায়ক-নায়িকার তুমু’ল প্রেম?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ এখন একের পর এক চমক দেখা যাচ্ছে। গল্পে যেমন নতুন মোড় আসে, তেমনই চরিত্রদের জীবনে চলছে নানা ঝামেলা। কুসুম এখন পুরোপুরি চেষ্টা করছে ঈশান আর অনুশ্রীকে এক করতে। কিন্তু ইন্দ্রাণী আগেই দেবলীনাকে ছোট ছেলের পাত্রী হিসেবে ভেবে রেখেছেন, তাই ঈশানের ভালোবাসা গুরুত্ব পাচ্ছে না। প্রথমদিকে আয়ুষও ভাইকে ভুল বুঝেছিল, যদিও পরে সব পরিষ্কার হয়।

অনুশ্রী ও ঈশান প্রমাণ করে দেয় তারা সত্যিই একে অপরকে ভালোবাসে। তাই তাদের বিয়ে দিতে কুসুমও এগিয়ে আসে। কিন্তু ইন্দ্রাণীর চোখ এড়িয়ে গোপনে চলতে থাকে তাদের বিয়ের পরিকল্পনা। অনুশ্রী জানায়, প্রথমে তার বাবাকে রাজি করাতে হবে। তাই ছদ্মবেশে অনুশ্রীর গ্রামের বাড়িতে হাজির হয় কুসুম, আয়ুষ এবং ঈশান। গ্রামের সাধারণ মানুষের মতো সাজে তাদের দেখে অনুশ্রীরই চমকে ওঠার জোগাড়।

অনুশ্রীর বাবাকে কুসুম পরিচয় দেয়, সে নাকি তার স্বামী আয়ুষ এবং দেওর ঈশানকে নিয়ে পাশের গ্রাম থেকে এসেছে। এরপরেই শুরু হয় নতুন দোটানা—এই ছদ্মবেশে কি তারা অনুশ্রীর বাবার মন জয় করতে পারবে, নাকি শেষমেশ ধরা পড়ে যাবে? এর জবাব মেলার আগেই গল্পে উঠে আসে আরও বড় টুইস্ট।

ছদ্মবেশী দম্পতি হিসেবে কুসুম এবং আয়ুষ্মানকে এক ঘরে থাকতে বলা হয়। আর ঈশানের জায়গা হয় গোয়ালঘরে। রাতে কুসুম খাটে ঘুমাতে বলে, আর আয়ুষ চাদর পেতে মেঝেতে শোয়। হঠাৎ ঘরে ঢোকে একটি আরশোলা, আরশোলায় ভয় পেয়ে আয়ুষ দিশেহারা হয়ে কুসুমকে জড়িয়ে ধরে। এই প্রথমবার আয়ুষের স্পর্শে অন্যরকম অনুভূতি হয় কুসুমের।

এখান থেকেই দর্শকদের মনে প্রশ্ন—তাহলে কি এবার শুরু হচ্ছে কুসুম–আয়ুষের রোম্যান্স? আয়ুষ কি ধীরে ধীরে ভালোবাসবে কুসুমকে? কুসুম কি পাবে আয়ুষের স্ত্রীর মতো স্বীকৃতি? নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শক মহলে বাড়ছে উত্তেজনা। ‘কুসুম’ আগেও টিআরপিতে ভালো ফল করেছে, এবার এই রোম্যান্টিক টুইস্ট কি আরও নম্বর বাড়াবে—সেই অপেক্ষাতেই দর্শক।

Piya Chanda

                 

You cannot copy content of this page