একসময় টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যেত লোপামুদ্রা সিনহাকে। জি বাংলা কিংবা স্টার জলসার একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, সংবাদ পাঠকের ভূমিকাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে দীর্ঘ এক বছর যাবত তাকে পর্দায় না দেখে স্বাভাবিকভাবেই অনেক দর্শকের মনে প্রশ্ন জেগেছিল, তিনি আসলে কোথায় গেলেন? কেন হঠাৎ অভিনয় থেকে বিরতি নিলেন?
এই প্রশ্নের উত্তর মিলল সম্প্রতি অভিনেত্রীর মুখেই। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে। শুটিংয়ের ফাঁকে এক সাক্ষাৎকারে লোপামুদ্রা জানান, হঠাৎ করেই তাকে বিরতি নিতে হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। কয়েক মাস শুটিং বন্ধ রাখতে হলেও তখনও তিনি ভেবেছিলেন খুব শিগগিরই কাজে ফিরবেন।
কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তার শাশুড়ির পা ভেঙে যায়। পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। অভিনেত্রী জানান, সংসার চালানো থেকে শুরু করে নিত্যদিনের কাজকর্ম সবই তখন তাকে সামলাতে হয়েছে। জীবনের সেই সময়টুকুই যেন তাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। পর্দার বাইরে সংসারের বাস্তব লড়াই তাকে কিছুটা বদলেও দিয়েছে।
শুধু তাই নয়, শাশুড়ির সুস্থ হয়ে ওঠার লড়াইও ছোট ছিল না। একের পর এক চোট—প্রথমে পা, পরে কোমর—সব মিলিয়ে পুরো বছরটাই কেটেছে চ্যালেঞ্জের মধ্যে। লোপামুদ্রা বলেন, শাশুড়ির ইচ্ছাশক্তি ও লড়াইয়ের মানসিকতাই তাকে শক্তি জুগিয়েছিল। অসুস্থতার পরেও তিনি হাল ছাড়েননি, ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন, যা গোটা পরিবারের জন্যই ছিল প্রেরণা।
আরও পড়ুনঃ প্রতিযোগিতার মঞ্চে অপমানের মুখে পারুল, বিবাহিত নন বলে অভিযুক্ত! মঞ্চে দাঁড়িয়ে স্বামী হিসেবে বিয়েটা সত্যি প্রমাণ করল রায়ান, মৌসুমী-শিরীনের সব ফন্দি ভেস্তে গেল!
সমস্ত বাধা পেরিয়ে অবশেষে আবারও অভিনয়ে ফিরেছেন লোপামুদ্রা সিনহা। দীর্ঘ বিরতির পর তাকে নতুন রূপে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে, নতুন উদ্যমে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। দর্শকদের ভালোবাসাই এখন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা, আর সেই ভালোবাসাতেই তিনি ফিরে এসেছেন প্রিয় পর্দায়।