জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাধবীলতাই ফুলকির দিদি! বিরাট রহস্য ফাঁস ফুলকিতে, পর্ব জমজমাট

ধারাবাহিকের (Bengali Serial) আজকের পর্বে দেখা যাবে যে ফুলকি (Phulki) দেখতে আসে রোহিত। জেলের ভিতর থেকে রোহিতকে দেখে মনে জোর পায় ফুলকি। তারপর রোহিত ফুলকি কে সাহস দিতে থাকে, আর বলতে থাকে যে, যত তাড়াতাড়ি সম্ভব রোহিত ফুলকিকে এখান থেকে সে ছাড়িয়ে নিয়ে যাবে। আর রোহিত এসেছিল ফুলকিকে বাড়ির খাবার দিতে। অন্যদিকে, মাধবী চলে এসেছে থানায়। আর থানা পরিস্কার করার মহিলা সেজে মাধবী আসে ফুলকিকে দেখতে।

ছদ্মবেশে জেলে এলো মাধবীলতা!

রোহিত এরপর ফুলকিকে নিয়েই অংশুর সঙ্গে আলোচনা করতে থাকে। সেই সঙ্গে ফুলকিকে সে বাড়ির খাবার খাওয়ানোর জন্য পারমিশন লেটার নিয়ে আসে। এরপর রোহিত এবং অংশুর কথা দাঁড়িয়ে শুনতে থাকে মাধবীলতা। তার কিছুক্ষণ পরেই মহিলা ইন্সপেক্টর চলে আসেন তিনি এসে মাধবীকে দেখে বেশ অবাক হয়ে যান।

Zee Bangla, Phulki, Phulki Serial 17th October, জি বাংলা, ফুলকি আজকের পর্ব, ফুলকি আজকের পর্ব ১৭ অক্টোবর, বাংলা সিরিয়াল, বাংলা সিরিয়ালের আপডেট

মাধবীকে সেখানে দেখে তিনি সবাইকে জানিয়ে দেন থানার আশেপাশে যেন কোনো অচেনা ব্যক্তিকে ঢুকতে না দেওয়া হয়। কিন্তু মাধবী থানা পরিষ্কার করতে এসেছে দেখে তাকে সেই সময় ঢুকতে দেওয়া হয়। এরপর রোহিতকে থানায় দেখে তিনি প্রশ্ন করতে থাকেন তিনি।

এরপর অংশুমান জানায় যে রোহিত ও ফুলকির বাড়ির খাবার খাওয়ানোর জন্য অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে। ইন্সপেক্টর ম্যাডাম জানান পারমিশন তো তিনি দেবেন না। তখনই রোহিত জানায় ফুলকি কদিন আগে গু’লি খেয়েছে। তাই পারমিশন তাকে দিতেই হবে। অন্যদিকে দেখা যায়, মাধবী থানা পরিষ্কার করতে। সেখানে গিয়ে ফুলকিকে দেখতে পায়। ফুলকিকে দেখে মায়া হয় মাধবীলতার। আর ফুলকি মাধবীর থেকে ঝাঁটা নিয়ে নিজেই পরিষ্কার করার কথা বলে।

এরপর ফুলকি যেমন সবাইকে দেখে কথা শুরু করে তেমনি তার সাথে কি হয়েছে সমস্ত কথা সে মাধবীকে বলে যায়। মাধবীলতার ফুলকিকে দেখে মায়া হতে থাকে। আর তার জন্য এরকম একজন সরল নিষ্পাপ শাস্তি পাচ্ছে দেখে খুব কষ্ট হয় মাধবীর। অন্যদিকে ফুলকি যাতে কোনভাবেই জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থা করছে ঈশিতা। ঈশিতার এই কাণ্ডকারখানা দেখে বাড়ির সবাই তো রেগে যায়। এখন দেখা যাক ধারাবাহিক-এর আগামী পর্বে কি হয়।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page