বিনোদন জগতে অনেকেই যাত্রা শুরু করেন পার্শ্ব চরিত্রে। তেমনি একজন নায়ক হলেন মৈনক ঢোল। ছোটপর্দার মিঠিঝোড়া’তে স্বার্থকের চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের নজর কেড়েছিলেন। এরপর ‘কোণে দেখা আলো’ ধারাবাহিকে লাজু এবং সুদেবের জুটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। পার্শ্ব চরিত্রের মধ্যেও অভিনয় প্রতিভা, চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং প্রাঞ্জল ব্যক্তিত্বের কারণে তিনি দর্শকের মনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
শুধু অভিনয়েই নয়, নাচ এবং পারফরম্যান্সের মাধ্যমে মৈনক নিজেকে আরও শক্ত অবস্থানে এনেছেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল, তাই শর্ট ডান্স ভিডিও এবং অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও, তিনি গান শুনতে ভালোবাসেন এবং বিভিন্ন ধারাবাহিকে ছোট চরিত্রের মধ্যেও চরিত্রের প্রয়োজনে নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, যা দর্শক এবং সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
পর্দার সুদেব যেমন পড়াশোনায় অতটা ভালো নয়, বাস্তব জীবনেও মৈনক একই রকম সেই প্রশ্ন উঠতেই শোনা যায়, পড়াশোনার নাম শুনলেই গায়ে জ্বর চলে আসতো, আর পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে পড়তেন। আসলে মৈনাকের স্বপ্ন ছিল বড় ডান্সার হওয়ার। কিন্তু বাস্তবে তিনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন এবং চাকরিও পেয়েছিলেন।
এরপরেই একদিন সব কিছু ছেড়ে মৈনক অভিনয়ের পথে চলে আসেন। ছোট ছোট চরিত্রের জন্য অডিশন দিতে দিতে ২০১৯ সালে ছোটপর্দায় নিজের প্রতিভা দেখানোর সুযোগ হয়ে ওঠে অভিনেতার। পরিবার ও বন্ধুদের উৎসাহ তাকে আরও অনুপ্রাণিত করে। অভিনেতার ধৈর্য এবং পরিশ্রমই কেরিয়ারের সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুনঃ পরলোক গমন করলেন, বাংলা টেলিভিশনের ‘মহিষাসুর’ অমল চৌধুরী! মহালয়ার ভোরে যাঁর গর্জনে কেঁপে উঠত দর্শক, তাঁর প্র’য়াণে আবেগে ভাসছে শিল্পীমহল!
মৈনক বর্তমানে শুধুমাত্র ক্যারিয়ারের উপর মনোযোগ দিচ্ছেন। এবং ভালোবাসার মানুষ নিয়ে কথা উঠতেই তিনি এ বিষয়ে বেশি ভাবছেন না বলেই জানা যায়। অভিনেতার মতে ভালোবাসা কখনো একতরফা হয় না, দু’পক্ষের সমান ভালোবাসা থাকা উচিত। অতীতের সম্পর্ক ও বিভ্রান্তি পেছনে ফেলে তিনি শুধুমাত্র অভিনয়, নাচ এবং পারফরম্যান্সের মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাইছেন।
