জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মানসীর মুকুটে নয়া পালক! ইন্ডিয়ান আইডল জয়ের পর নতুন চমক নিয়ে দুর্গাপুজোয় আসছেন গায়িকা! বঙ্গ কন্যা এবার গলা মেলাতে চলেছেন সংগীত জগতের কিংবদন্তির সঙ্গে! কার সঙ্গে, কোন বিশেষ উদ্যোগে জড়িয়েছেন তিনি?

সঙ্গীত মানেই আবেগ, আর সেই আবেগের সঙ্গেই জড়িয়ে থাকে শ্রোতাদের ভালোলাগা। প্রতিটি প্রজন্মেই কিছু শিল্পী আসেন, যাঁরা তাঁদের প্রতিভা দিয়ে জায়গা করে নেন মানুষের হৃদয়ে। বাংলার এক তরুণীও এবার সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন। তাঁর সাফল্যের কাহিনি এখন শুধু বাংলা নয় সেই গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশের সর্বত্র।

সম্প্রতি ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর মঞ্চে বাংলার মেয়ে মানসী ঘোষ ইতিহাস গড়েছেন। প্রথমবারের মতো কোনও বাঙালি প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতে নিয়েছেন। সঙ্গীতের জগতে তাঁর অদম্য লড়াই ও কণ্ঠের জাদু তাঁকে এনে দিয়েছে এই সম্মান। বিজয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মানসী।

মানসী ঘোষ, Manasi Ghosh, ইন্ডিয়ান আইডল ১৫, Indian Idol 15,হিতেশ মোদক, Hitesh Modak

তবে এখানেই শেষ নয়, বিজয়ের আনন্দের মধ্যেই তিনি শেয়ার করেছেন আরও এক বড় খবর। মানসী জানিয়েছেন, তিনি এবার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপম ইসলামের সঙ্গে একটি বিশেষ প্রজেক্টে কাজ করতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনার ঝড় বইতে শুরু করেছে।

মানসী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপম ইসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের আবেগ প্রকাশ করে লিখেছেন, রূপম ইসলাম তাঁর ছোটবেলার নায়ক এবং তাঁর সঙ্গে কাজ করাটা সত্যিই স্বপ্নপূরণের মতো। এমন এক সুযোগ তাঁর গানের জীবনে নতুন দিশা খুলে দেবে বলে মনে করছেন তিনি।

এই খবরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভেসে যাচ্ছে শুভেচ্ছা বার্তা। অনেকে লিখেছেন, বাংলার মেয়ে মানসীর এই সাফল্য গর্বের। আবার কেউ কেউ বলছেন, দুর্গাপূজার মরসুমে এই নতুন গান নিঃসন্দেহে বাঙালির শ্রবণ তালিকায় বিশেষ জায়গা করে নেবে। এখন দেখার বিষয়, মানসী-রূপম জুটির এই প্রজেক্ট শ্রোতাদের কতটা মন জয় করতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page