জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুজোর আগে ‘মিঠাই’ ভক্তদের জন্য দারুন উপহার! ‘মিঠাই’র স্মৃতি উস্কে একমঞ্চে সিড-শাক্য! আদৃত-ধৃতিষ্মান গাইলেন ‘দয়াল গোপাল আমার’! পর্দার বাবা-ছেলের পুনর্মিলনে আবেগে ভাসলো দর্শক!

জি বাংলার জনপ্রিয়, বলা ভালো অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর (Mithai) শাক্য বাবুকে মনে আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন! কথা হচ্ছে শিশু শিল্পী ‘ধৃতিষ্মান চক্রবর্তী’কে (Dhritishman Chakraborty) নিয়ে। এটি তার আসল পরিচয় হলেও, এখনও ছোটপর্দার দর্শকরা তাকে মিঠাই আর সিদ্ধার্থর (Adrit Roy) ছেলে হিসেবেই চেনে। গল্পে হঠাৎ মিঠাইয়ের মৃ’ত্যুর পর এন্ট্রি নিয়েছিল ধৃতিষ্মান, বড় শাক্যের চরিত্রে। এর আগে থেকেই অবশ্য সমাজ মাধ্যমে তার ভালোই জনপ্রিয়তা ছিল। ছোট থেকে মায়ের সঙ্গে গানের ভিডিও ভাইরাল হয়েছে বহুবার।

এমনকি গানের গলার জন্য অনেক পুরস্কারও রয়েছে তার। ধৃতিষ্মানকে শাক্যের চরিত্রে শুরুর দিন থেকেই দর্শক আপন করে নিয়েছিল। বিশেষ করে সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের সঙ্গে তার রসায়ন, সবার বেশ ভালো লেগেছিল। সিদ্ধার্থের সঙ্গে শাক্যের অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল সবার প্রিয়। পর্দার বাবার সঙ্গে ধৃতিষ্মানের নাকি রয়েছে অনেক মিল। আদৃত বরাবর গানপ্রেমী। এতটাই যে, নিজের ধারাবাহিকে নিজের গলায় গান গাওয়ার শর্তে রাজি হন তিনি। এছাড়াও তার রয়েছে একটি মিউজিক ব্যান্ড।

পাকাপাকিভাবে অভিনয়ে আসার আগে তিনি ভেবেছিলেন সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হবেন। সেই মতো নিয়মিত বিভিন্ন জায়গায় গানের শো-ও করতে যেতেন তাঁরা। এখন অবশ্য অভিনয়ের ব্যস্ততায় সেই সব খুব একটা হয় না। তবুও, আদৃত মাঝেমধ্যেই নিজের সমাজ মাধ্যমের পাতায় গান গেয়ে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই সব গান। সেই একই ভালবাসা জন্ম থেকেই রয়েছে ধৃতিষ্মানের মধ্যেও।

ধারাবাহিক চলাকালীন বহুবার, অফ স্ক্রিনের ভিডিওতে পর্দার বাবা-ছেলেকে একসঙ্গে গান গাইতে দেখা গেছে। ধারাবাহিক শেষ হয়ে গেলেও, মিঠাই ভক্তরা আজও মনে জীবিত রেখেছে সেই সব চরিত্রদের। সম্প্রতি অর্পিতা মুখার্জির সাকসেস পার্টিতে বিশ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসুকে দেখে, এক মুহূর্তে ‘মিঠাই’-এর নস্টালজিয়ায় ভেসে গিয়েছিলেন দর্শকরা। এবার তার থেকেও বড় চমক, বা উপহার পেলেন ভক্তরা পুজোর ঠিক আগেই! কি সেই উপহার?

সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাইতে হাজির হয়েছিলেন আদৃত রায়। সেখানে ঘটনাচক্রে ধৃতিষ্মানও ছিল। তারপর দুজনে মিলে একসঙ্গে ‘মিঠাই’-এর ‘দয়াল গোপাল আমার’ গান গেয়ে একেবারে মঞ্চ মাতিয়ে দিলেন। মিঠাই এর স্মৃতি যেন আরও আরও স্পষ্ট হয়ে উঠলো দর্শকদের মনে। উপস্থিত অনেকেই আবেগে ভেসে গিয়েছিলেন। এমনকি গানের সেই ভিডিও ঝড় তুলেছে সমাজ মাধ্যমেও। কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে, সিড-শাক্যের এই পুনর্মিলন ঠিক কতটা সফল।

Piya Chanda

                 

You cannot copy content of this page